সেবাব্রত নার্সিং ট্রেনিং ইনস্টিটিউটের উদ্যোগে থ্যালাসেমিয়া সচেতনতা শিবির

Spread the love

নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, উলুবেড়িয়া- একটু সচেতন হলেই থ্যালসেমিয়া প্রতিরোধ করা সম্ভব। চিকিৎসকদের এই বার্তাকে সামনে রেখে থ্যালাসেমিয়া নিয়ে সচেতনতা বৃদ্ধি করতে উলুবেড়িয়ার সেবাব্রত নার্সিং ট্রেনিং ইন্সটিটিউটের উদ্যেগে সচেতনতা শিবির ও থ্যালাসেমিয়া পরীক্ষা শিবির অনুষ্ঠিত হল। শিবিরে ইনস্টিটিউটের ১৭০ জন নার্সিং পড়ুয়ার থ্যালাসেমিয়া পরীক্ষা করার পাশাপাশি তাদের এই বিষযে সচেতন করা হয়।

চিকিৎসকদের মতে থ্যালাসেমিয়া আক্রান্তদের রক্তে হিমোগ্লবিনের মাত্র কমতে থাকে। যদি মা বাবা দুজনেই থ্যালেসেমিয়া আক্রান্ত হন তাহলে সেক্ষেত্রে তাদের সন্তান ও থ্যালাসেমিয়ায় আক্রান্ত হতে পারে। সেবাব্রত নার্সিং ট্রেনিং ইনস্টিটিউটে থ্যালাসেমিয়া সচেতনতা এবং পরীক্ষা শিবির প্রসঙ্গে ইনস্টিটিউটের কর্নধার ডাঃ শান্তি গের এবং দীপক দাস জানান থ্যালাসেমিয়া সর্ম্পকে সচেতন না হলে আগামী প্রজন্মকে এই রোগের হাত থেকে বাঁচানো অসম্ভব। সেই কারণে নার্সিং ট্রেনিং ইনস্টিটিউটে এই ধরনের শিবিরের আয়োজন। আর যেহেতু পড়ুয়ারা সকলেই মহিলা সেই কারনে এই ধরনের শিবির তাদের কাছে খুব মূল্যবান বলেই ইনস্টিটিউটে এই সচেতনতা ও পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়েছে বলে জানান ডাঃ শান্তি গের এবং দীপক দাস।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *