আমতা কলেজ পরিদর্শন বিধানসভার উচ্চ শিক্ষা দপ্তরের স্ট্যান্ডিং কমিটির
নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, আমতা- বুধবার আমতার রমসদয় কলেজ পরিদর্শন করলেন বিধানসভার উচ্চ শিক্ষা দপ্তরের স্ট্যান্ডিং কমিটির সদস্যরা। এদিন দুপুরে কমিটির চেয়ারমান বিধায়ক রফিকুল ইসলাম, কমিটির সদস্য বিধায়ক সুকান্ত পাল, বিধায়ক অশোক র্কীতনিয়া, বিধায়ক কমলাকান্ত হাঁসদা, বিধায়ক মহম্মদ আলি, বিভিন্ন আধিকারিকরা কলেজের পঠন পাঠন সহ বিভিন্ন দিক খতিয়ে দেখেন। ষ্ট্যান্ডিং কমিটির সদস্যদের সঙ্গে এদিন ছিলেন কলেজ পরিচালন সমিতির সভাপতি বিধায়ক ডাঃ নির্মল মাজি। পরে কলেজের অধক্ষ্য , কলেজের অধ্যাপক, অধ্যাপিকা, ছাত্র ছাত্রী, অশিক্ষক কর্মচারীদের সঙ্গে আলাদা আলাদা কথা বলেন এবং তাদের অভাব অভিযোগ জানার চেষ্টা করা হয়।
কলেজ পরিদর্শন সর্ম্পকে কলেজের অধক্ষ্য দেব কুমার ব্যানার্জী জানান আমতার রামসদয় কলেজে পঠন পাঠন ছাড়াও কলেজের একাধিক বিষয় দেখে কমিটির সদস্যরা সন্তোষ প্রকাশ করেছেন। কমিটির সদস্যদের সামনে অধ্যাপক অধ্যাপিকা থেকে ছাত্রছাত্রী এমনকি কলেজের অশিক্ষক কর্মীরাও তাদের মনের কথা প্রকাশ করেছেন বলে জানান কলেজের অধক্ষ্য।