প্রাচীন রুপোর মুদ্রা উদ্ধার
নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, উলুবেড়িয়া- বাড়ি তৈরীর জন্য মাটি কাটার সময় মাটির নীচ থেকে প্রাচীন রুপোর মুদ্রা উদ্ধারের ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়াল উলুবেড়িয়া পুরসভার ২১ নং ওয়ার্ডের ফুলেশ্বর বৈকন্ঠপুরে। বুধবার বিকেলের এই ঘটনায় ভীড় উপচে পড়ে গোটা এলাকায় । জানা গেছে বাড়ি তৈরীর জন্য বুধবার সকাল থেকে কানাই দাসের বাড়ি তৈরীর জন্য মাটি কাটা হচ্ছিল। সূত্রের খবর মাটি কাটার সময় মাটির নীচ থেকে একটি ঢাকনা দেওয়া মাটির হাঁড়ি পান শ্রমিকরা। পরে তারা মাটির হাঁড়ির ঢাকনা খুলে ভিতরে থাকা কাঁচের বোতলের মধ্যে রুপোর মুদ্রাগুলি দেখতে পান ।
বাড়ির কত্রী বনমালা দাস জানান বুধবার বাড়ি তৈরীর জন্য মাটি কাটার সময় মাটির নীচ থেকে ৬০/৭০ টি মুদ্রা পাওয়া গেছে। জামাই কিছু মুদ্রা নিয়ে চলে গেছে। এখন আমার কাছে ২৭টি মুদ্রা আছে। উলুবেড়িয়া থানার পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে।