বিদ্যুতের তারের ড্রাম চুরি, উদ্ধার ড্রাম. গ্রেপ্তার ৩
নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, উলুবেড়িয়া- বিদ্যুতের কাজের জন্য ১৬ নং জাতীয় সড়কের পাশে বহুমূল্য বিদ্যুতের তারের ১০টি ড্রাম রাখা ছিল। রাতের অন্ধকারে ৭টি ড্রাম চুরি করে পালালো দুস্কৃতীরা। আর চুরির ২৪ ঘন্টার মধ্যে চুরি হওয়া ড্রামগুলি উদ্ধার করার পাশাপাশি ৩ জনকে গ্রেপ্তার করল উলুবেড়িয়া থানার পুলিশ। উলুবেড়িয়া থানা সূত্রে খবর উদ্ধার হওয়া বিদ্যুতের ড্রামগুলির বাজারমূল্য আনুমানিক ৪২ লক্ষ টাকা। পুলিশ সূত্রে জানা গেছে ধৃতেরা হয় শ্যামপুর থানার কাঁঠালিবাড়ের বাসিন্দা আশিষ মাঝি শ্যামপুর থানার মাতাপাড়ার বাসিন্দা জাকির হোসেন মোল্লা এবং হাওড়া বেলিলিয়াস রোডের বাসিন্দা জাহাঙ্গীর আলম। চুরির কাজে ব্যবহৃত লরিটিকেও আটক করেছে পুলিশ। ধৃতদের মঙ্গলবার উলুবেড়িয়া আদালতে তোলা হলে বিচারক তাদের ৩ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন।
উলুবেড়িয়া থানা সূত্রে খবর রবিবার রাতের অন্ধকারে দুস্কৃতীরা জাতীয় সড়কে কুলগাছিয়া থেকে ৭ টি ড্রাম চুরি করে লরিতে করে নিয়ে চম্পট দেয়। পরে বিদ্যুত দপ্তরের ঠিকাদার চুরির বিষয় নিয়ে উলুবেড়িয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ তদন্তে নেমে সোমবার দুপুরে উলুবেড়িয়া থানা এলাকা থেকে লরিটিকে আটক করে এবং দাশনগর এলাকা থেকে ৪ টি ড্রাম এবং বেলুড় থানা এলাকা থেকে ৩টি ড্রাম উদ্ধার করা হয়। পরে চুরির ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ ৩ জনকে গ্রেপ্তার করে।