১৮৩ কেজি বাজি উদ্ধার, গ্রেপ্তার- ২

Spread the love

নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, উলুবেড়িয়া- রাজ্যে একের পর এক বাজি বিস্ফোরনে একাধিক প্রানহানির পর রাজ্যের বিভিন্ন জায়গায় অভিযান চালাচ্ছে পুলিশ। সেইমত সোমবার রাত থেকে জয়পুর, রা্জাপুর, পাঁচলা এবং জগৎবল্লপুরের বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে ১৮৩ কেজি নিষিদ্ধ বাজি এবং বাজি তৈরীর মশলা উদ্ধার করল হাওড়া গ্রামীণ জেলা পুলিশ। পাশাপাশি বেআইনিভাবে বাজি  বিক্রি এবং মজুদ রাখার অভিযোগে ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

হাওড়া গ্রামীণ জেলা পুলিশ সূত্রে জানা গেছে সোমবার রাতে জয়পুর থানার ঝিকিরা কামারশাল মোড়ে এক ব্যাক্তির বাড়িতে তল্লাশি চালিয়ে ৪৫ কেজি নিষিদ্ধ বাজি উদ্ধার করা হয়। বাড়িতে বেআইনিভাবে বাজি মজুদ করার অভিযোগে গৌরী শঙ্কর রায় নামে এক ব্যাক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। অন্যদিকে খলিশানি মালপাড়ায় দুটি  বাড়িতে তল্লাশি চালিয়ে ১১ কেজি নিষিদ্ধ বাজি উদ্ধার করে রাজাপুর থানার পুলিশ। কুলডাঙ্গার একটি বাড়িতে তল্লাশি চালিয়ে ৭ কেজি বাজি সহ বাজি তৈরীর মশলা উদ্ধার করে পাঁচলা থানার পুলিশ। এখানে শান্তনু মান্না নামে এক ব্যাক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। অন্যদিকে জগৎবল্রভপুরের মালপাড়ার একটি পরিতক্ত জায়গা থেকে ১২০কেজি নিষিদ্ধ বাজি উদ্ধার করে জগৎবল্লভপুর থানার পুলিশ।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *