উলুবেড়িয়ায় ড্রামা সামার ক্যাম্প সিজন-১
নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, উলুবেড়িয়া- উলুবেড়িয়ার নাট্য চর্চার হারিয়ে যাওয়া ঐতিহ্য ফিরিয়ে আনার উদ্যেগ নিল উলুবেড়িয়া ইনস্টিটিউট অ্যান্ড লাইব্রেরী এবং ট্রাঙ্ক রোড থিয়েটার। সম্প্রতি উলুবেড়িয়া ইনস্টিটিউট অ্যান্ড লাইব্রেরী হলে ১৭জন পড়ুয়াকে নিয়ে এক সপ্তাহ ব্যাপী ড্রামা সামার ক্যাম্প, সিজন-১ অনুষ্ঠিত হল। শিবিরের শেষ দিনে শিবিরে অংশ নেওয়া পড়ুয়ারা সুকুমার রায়ের বিখ্যাত নাটক লক্ষণের শক্তিশেল অভিনয়ে অংশ নেয়। এক সপ্তাহ ব্যাপী এই শিবিরে প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন নাট্যব্যাক্তিত্ব অভিষেক দত্ত।
এই অভিনব উদ্যোগ সর্ম্পকে ট্রাঙ্ক রোড থিয়েটারের যুগ্ম সম্পাদক পল্লব সরকার জানান উলুবেড়িয়ায় নাটক নিয়ে এই ধরনের উদ্যোগ এই প্রথম। আগামী বছরগুলোতে গ্রীস্মের ছুটিতে এইরকম উদ্যোগ পুনরায় নেওয়া হবে বলে জানান পল্লব সরকার।