মাধ্যমিকের মেধা তালিকায় প্রথম দশে হাওড়ার ৪
নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, উলুবেড়িয়া- শুক্রবার মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। মাধ্যমিক পরীক্ষার প্রথম ১০ জনের মেধা তালিকায় হাওড়া গ্রামীন জেলার ৪ জন জায়গা করে নিয়েছে। পর্ষদের মেধা তালিকা অনুযায়ী ৬৮৬ নম্বর পেয়ে হাওড়া জেলার মধ্যে প্রথম পাশাপাশি রাজ্যের মধ্যে সপ্তম বাগনান আর্দশ বালিকা বিদ্যালয়ের ছাত্রী অনুস্মিতা সাঁতরা। অনুস্মিতা জানায় মাধ্যমিকের টেস্ট পরীক্ষার আগে নিয়ম করে পড়াশুনা না করলেও টেস্ট পরীক্ষার পর থেকে নিয়মিত ১২/১৩ ঘন্টা পড়াশুনা করতাম। পড়াশুনার পাশাপাশি নাচের দিকে ঝোঁক থাকলেও সময় পেলেই মোবাইল ঘাঁটার সূযোগ ছাড়েনা অনুস্মিতা। ভবিষতে ডাক্তার হতে চায় বলে জানায় অনুস্মিতা।
৬৮৪ নম্বর পেয়ে রাজ্যের মধ্যে নবম উলুবেড়িয়া উচ্চ বিদ্যালয়ের ছাত্র দৈপায়ন মান্না। তবে নিজের এই নম্বের খুশি নয় দৈপায়ন। ইতিহাসের বিষয়টি রিভিও করবে বলে জানায় দৈপায়ান। পড়াশুনা ছাড়া গল্পের বই পড়া, সাহিত্য চর্চা তার অন্যতম বিষয়। ভবিষতে অঙ্ক নিয়ে এগেতে চায় বলে জানায় দৈপায়ন।
৬৮৩ নম্বর পেয়ে রাজ্যের মধ্যে দশম উদয়নারায়ানপুরের গড়ভবানীপুর উষারানী করাতি বালিকা বিদ্যালয়ের ছাত্রী শময়িতা দাস। প্রথম থেকেই ক্লাসে ফার্স্ট হত শময়িতা। পড়াশুনা ছাড়াও আবৃত্তি ও আঁকা শময়িতার অন্যতম পচ্ছেন্দের বিষয়। ভবিষতে ডাক্তার হতে চায় বলে জানায় শময়িতা।
৬৮৩ নম্বর পেয়ে রাজ্যের মধ্যে দশম জয়নগর পল্লিশ্রী বিদ্যানিকেতনের ছাত্রী নম্রতা কোলে। পড়াশুনা ছাড়াও আকা তার নম্রতার প্রিয় বিষয়। ভবিষতে ডাক্তার হতে চায় বলে জানায় নম্রতা।