পুরী হাওড়া বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন

Spread the love

নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, হাওড়া – আগামী জুন মাসের মধ্যে দেশের প্রতিটি রাজ্যে বন্দে ভারত এক্সপ্রেস। ৫০০ কিলোমিটার দূরত্ব পর্যন্ত চলবে এই ট্রেন। ৫০০ কিলোমিটার বেশি দূরত্বে বন্দে ভারত স্লিপার চালানো হবে। এর পাশাপাশি ১০০ কিলোমিটার দূরত্বে যাতায়াতকারী অফিস যাত্রীদের জন্য বন্দে ভারত মেট্রো চালানোর পরিকল্পনা করা হচ্ছে বলে জানালেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। বৃহস্পতিবার পুরী হাওড়া বন্দে ভারত এক্সপ্রেসে চেপে রেলমন্ত্রী রাত ৯ টা ৪৫ নাগাদ হাওড়া ষ্টেশনের ২২ নং প্লাটফর্মে এসে পৌঁছান। ট্রেন থেকে হাওড়া ষ্টেশনে নেমে এই কথা বলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।

এদিন রেলমন্ত্রী বলেন হাওড়া ষ্টেশনকে সাজানোর পরিকল্পনা চলছে। আগামী ৩-৪ মাসের মধ্যে সেটা ঘোষণা করা হবে। বন্দে ভারত এক্সপ্রেসে হামলা প্রসঙ্গে রেলমন্ত্রী বলেন বন্দে ভারত এক্সপ্রেস জাতীয় সম্পত্তি। সেই কারণে কেউ এই ট্রেনের ক্ষতি করলে তার বিরুদ্ধে আইনি অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। রেলমন্ত্রী বলেন পশ্চিমবঙ্গের মত একটা গুরুত্বপূর্ণ রাজ্যের জন্য ২০১৪ সালের আগে রেল খাতে মাত্র ৪ হাজার কোটি টাকা বরাদ্দ করা হত। মোদীজি ক্ষমতায় আসার পর রেল খাতে বরাদ্দ বৃদ্ধি করে ১২ হাজার কোটি টাকা করা হয়েছে। এখান থেকে বহু মানুষ যেরকম পুরীতে জগন্নাথ ধাম দর্শন করতে যান সেইরকম পুরী থেকে বহু মানুষ এখানে কালীক্ষেত্র দর্শন করতে আসেন। পুরী হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস চালু হওয়ায় দুই তীর্থক্ষেত্র এক সুতোয় বাঁধা সম্ভব হল বলে জানান রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *