দীর্ঘ ২৫ বছর পর নিজের বাড়িতে আনিরুল
নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪,উলুবেড়িয়া- ২৫ বছর আগের এক রাতে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলেন উলুবেড়িয়ার আলিপুকুরের শেখ আনিরুল। আনিরুলকে চারিদিকে খোঁজাখুজি করেও তার কোন খোঁজ না পেয়ে একপ্রকার হাল ছেড়ে দিয়েছিলেন পরিবারের লোকজন। অবশেষে মুম্বাইয়ের একটি স্বেচ্ছেসেবী সংগঠনের সদস্যর হাত ধরে বৃহস্পতিবার দুপুরে বাড়ি ফিরল আনিরুল। অন্যদিকে আনিরুল বাড়ি ফেরায় খুশী পরিবারের সদস্যরা।
জানা গেছে আনিরুলের কিছুটা মানসিক সমস্যা ছিল। আনিরুলের পরিবার সূত্রে খবর বছর ২৫ আগের এক রাতে বাড়ি থেকে বেরিয়ে যায় আনিরুল। জানা গেছে বাড়ি থেকে বেরিয়ে বিভিন্ন জায়গায় ঘুরে সে চেন্নাইয়ে চলে যায়। ততদিনে তার মানসিক সমস্যা অনেকটাই বৃদ্ধি পেয়েছে। সেখানকার রাস্তা থেকে উদ্ধার করে ভাইজ্যাগের একটি মানসিক হাসপাতালে ভর্তি করা হয় আনিরুলকে। পরবর্তী সময়ে হাসপাতালে ভর্তি থাকা অবস্থায় মুম্বাইয়ের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে আনিরুলকে মুম্বাইয়ে নিয়ে আসা হয়। সেখানে থাকাকালীন চিকিৎসার পাশাপাশি আনিরুলকে নিয়মিত কাউন্সিলিং করা হয়। আর একটু সুস্থ হতে আনিরুল কোনরকমে তার বাড়ির ঠিকানা বললে বৃহস্পতিবার দুপুরে স্বেচ্ছাসেবী সংগঠেনর সদস্য তাকে বাড়িতে পৌছে দিয়ে যায়। স্বেচ্ছেসেবী সংগঠনের সদস্য সমীর বসাক জানান আনিরুল কিছুটা সুস্থ হওয়ায় আমরা তাকে বাড়ি ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিই। আজ মায়ের হাতে ছেলেকে ফিরিয়ে দিতে পেরে আমরা খুশী। অন্যদিকে দীর্ঘ ২৫ বছর পর কাকা বাড়িতে ফিরে আসায় খুশী আনিরুলের ভাইপো অমর ফারুক জানান। তিনি জানান আজ কাকা বাড়ি ফেরায় আমরা ছাড়াও এলাকার সকলে খুশী।