শিকারীদের আটকাতে বিশেষ উদ্যোগ
নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, বাগনান- আজ ফলহারিনী কালীপুজো। বছরের বিশেষ দিনে শিকারীদের হাত থেকে বন্যপ্রানকে বাঁচাতে সকাল থেকেই তৎপর ছিল হাওড়া জেলা বন বিভাগ ও বিভিন্ন পরিবেশপ্রেমী স্বেচ্ছাসেবী সংগঠন। এদিন বন বিভাগ এবং বিভিন্ন সংগঠনের সদস্যরা একযোগে বিভিন্ন রেল ষ্টেশন, সড়ক পথ এবং ফেরিঘাটে নজরদারি চালালো। এদিন নজরদারি চালানোর পাশাপাশি দক্ষিন পূর্ব রেলের বাগনান ও উলুবেড়িয়া ষ্টেশনে স্কুল পড়ুয়ারা পথ নাটিকার মাধ্যমে সাধারন মানুষকে সচেতন করা হয়। এদিনেরেই কর্মসূচীতে অংশ নেন হাওড়া জেলার মুখ্য বনপাল নিরঞ্জিতা মিত্র।
পরিবেশকর্মী শুভ্রদীপ ঘোষ জানান ফলহারিনী কালীপুজোর এই বিশেষ দিনে শিকার উৎসবে অংশ নিতে বিহার, ঝাড়খন্ড সহ বিভিন্ন জায়গা থেকে শিকারীরা বিভিন্ন পথ ধরে আমাদের জেলায় প্রবেশ করে। আর এইসব শিকারিদের আটকাতে আগে থেকেই আমরা তৎপর ছিলাম। সকাল থেকেই সড়ক রেল পথের পাশাপাশি ফেরি ঘাটেও নজরদারি চালানো হয়েছে। তিনি জানান এদিন নজরদারি চালানোর সময় নাওপালা ও ধুলাগড় থেকে দুটি শিকারীর দলকে ফেরৎ পাঠানো হয়েছে। শিকার উৎসবের দিন বন্যপ্রান হত্যা আটকাতে পারায় স্বস্তি প্রকাশ করেছেন সকলে।