জয়পুরে নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার, গ্রেপ্তার ১
নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪. জয়পুর- এগরায় বেআইনি বাজি কারখানায় বিস্ফোরন তোলপাড়া করেছে গোটা রাজ্য। আর এই ঘটনার পরেই নড়েচড়ে বসেছে পুলিশ প্রশাসন। রাজ্য জুড়ে বেআইনি বাজির বিরুদ্ধে আভিযান শুরু করেছে পুলিশ প্রশাসন। সেইরকম গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার জয়পুর থানার অমরাগড়ি পূর্ব পাড়ায় অভিযান চালিয়ে বেআইনি বাজি মজুত রাখার অভিযোগে শেখ সুরাবুদ্দিন নামে এক ব্যাক্তিকে গ্রেপ্তার করল জয়পুর থানার পুলিশ।
পুলিশ প্রশাসন সূত্রে খবর ধৃতের বিরুদ্ধে ১৮৮, ২৮৫, ২৮৬ এবং ২৪/২৬ ওয়েস্ট বেঙ্গল ফায়ার সার্ভিস আইন ১৯৫০ ধারায় মামলা রুজু করা হয়েছে। পুলিশ প্রশাসন সূত্রে খবর ধৃতের কাছ বিপুল পরিমানে নিষিদ্ধ শব্দবাজি ও বাজি তৈরীর মশলা উদ্ধার করা হয়েছে। হাওড়া গ্রামীন জেলা পুলিশের এক কর্তা জানান ধৃত ব্যাক্তি এবং তার ছেলে শেখ আনসার আলি কোনরকম বৈধ লাইসেন্স ছাড়াই বেআইনি বাজির কারবার করছিল। আজ গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে একজনকে গ্রেপ্তার করার পাশাপাশি নিষিদ্ধ শব্দবাজি ও বাজি তৈরীর মশলা উদ্ধার করা হয়েছে।