ওষুধের দোকানের আলমারিতে গোসাপ
নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪,জগৎবল্লভপুর- সোমবার রাতে ঝড় বৃষ্টির ফাঁকেই সকলের অজান্তে ওষুধের দোকানের আলমারির মধ্যে ঢুকে পড়েছিল একটি গোসাপ। রাতে গোসাপটিকে আলমারি থেকে বের করা না গেলেও মঙ্গলবার বকালে বন দপ্তরের কর্মীরা গোসাপটিকে আলমারি থেকে বের করে নিরাপদ জায়গায় ছেড়ে দেয়।
জানা গেছে সোমবার রাতে ঝড় জলের সময় জগৎবল্লভপুরের মাজু বাজারের একটি ওষুধের দোকানের আলমারির মধ্যে একটি গোসাপ ঢুকে পড়ে। আলমারি থেকে ওষুধ বের করার সময় দোকানের মালিক দেবাশীষ ঘোষের নজরে পড়ে বিষয়টি। অনেক চেষ্টা করেও গোসাপটিকে আলমারি থেকে বের করতে পারেননি। তিনি স্থানীয় পঞ্চায়েত সদস্য অশোক সিংহকে খবর দেন। অশোক বাবু হাওড়া জেলা যৌথ পরিবেশ মঞ্চের মাজু ইউনিটের সদস্য সৌরভ দত্তকে বিষয়টি জানালে তিনি বন দপ্তরের সঙ্গো যোগাযোগ করেন। মঙ্গলবার সকালে বন দপ্তরের কর্মীরা আলমারি থেকে গোসাপটিকে বের করেন।