৮ এ পা সেবাব্রত হাসপাতাল
নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, উলুবেড়িয়া- সেবাব্রত হাসপাতাল। চিকিৎসার ক্ষেত্রে রোগী ও তাদের পরিবারের কাছে আস্থাভাজন এই প্রতিষ্ঠান। পাশাপাশি জীবনে প্রতিষ্ঠিত হওয়ার লক্ষ্যে সেবাব্রত ইনস্টিটিউট এন্ড নার্সিং এখন অনেকের কাছেই পচ্ছন্দের তালিকায় প্রথম। সোমবার সেবাব্রত হাসপাতাল ৭ বছর পেরিয়ে ৮ এ পা দিল। দিনটাকে স্মরনীয় করে রাখতে এদিন একাধিক অনুষ্ঠানের আয়োজন করে ছিল হাসপাতাল কর্তৃপক্ষ।
এদিন সকালে হাসপাতাল কর্তৃপক্ষ স্বাস্থ্য সচেতনতার বার্তা দিতে উলুবেড়িয়া শহরে এক পদযাত্রার আয়োজন করে। পদযাত্রায় হাসপাতালের কর্মী থেকে আধিকারিক এবং নার্সিং ট্রেনিং কলেজের ছাত্রীরা অংশ নেয়। পরে হাসপাতালে আয়োজিত এক রক্তদান শিবিরে ৫০ জন রক্তদান করেন। এদিন রক্তদাতাদের উৎসাহ দিতে হাসপাতালে উপস্থিত ছিলেন উলুবেড়িয়া পুরসভার চেয়ারম্যান অভয় দাস।
সেবাব্রত হাসপাতালের অধিকর্তা দীপক দাস জানান চিকিৎসা ক্ষেত্রে সেবাব্রত একটি পরিচিত প্রতিষ্ঠান। দীর্ঘ ৭ বছর রোগী ও তাদের পরিবারের আস্থাভাজন হয়ে কাজ করে চলেছে এই প্রতিষ্ঠান। আগামীদিনেও সেবাব্রত এইভাবেই কাজ করবে বলে জানান দীপক দাস।