শ্যামপুরের ঘটনায় গ্রেপ্তার ১৬
নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, শ্যামপুর – ডাব পাড়া নিয়ে শ্যামপুরের সুখাকুঠি গ্রামে পরিবারিক বিবাদে আহত হয়েছিলেন দুই মহিলা। তারা উলুবেড়িয়া মেডিকেল কলেজে চিকিৎসাধীন। যদিও বৃহস্পতিবার গুজব রটে যায় হাসপাতালে ভর্তি এক মহিলার মৃত্যু হয়েছে। আর এই গুজবকে কেন্দ্র করে বৃহস্পতিবার বিকাল থেকে উত্তাল হয়ে উঠেছিল গোটা গ্রাম। বাড়ি ভাঙচুর থেকে অগ্নি সংযোগের পাশাপাশি লুটপাটের ঘটনা ঘটে। আর এই ঘটনাযর সাথে যুক্ত থাকার আভিযোগে শ্যামপুর থানার পুলিশ ১৬ জনকে গ্রেপ্তার করল। ধৃতদের শুক্রবার উলুবেড়িয়া আদালতে তোলা হলে বিচারক তাদের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।
প্রসঙ্গত গত মঙ্গলবার ডাব পাড়াকে কেন্দ্র করে মোরসেলিম ও মোমিনুরের পরিবারের মধ্যে বিবাদ বাধে। অভিযোগ সেই সময় মোরসেলিমের পরিবারের লোকজনদের মারধরে মোমিনুরের স্ত্রী আঞ্জুরা বেগম ও তার জা রাবিয়া বেগম আহত হয়েছিলেন। তাদের উলুবেড়িয়া মেডিকেল কলেজে ভর্তি করা হয়। যদিও বৃহস্পতিবার বিকালে গ্রামে গুজব রটে যায় হাসপাতালে ভর্তি এক মহিলার মৃত্যু হয়েছে। আর এরপরেই উত্তাল হয়ে ওঠে গোটা এলাকা। মারধরে অভিযুক্তদের বাড়ি ভাঙচুরের পাশাপাশি আগুন লাগানোর অভিযোগ ওঠে গ্রামবাসীদের বিরুদ্ধে। পরে শ্যামপুর থানার পুলিশ গ্রামে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।