চিকিৎসার গাফিলতিতে রুগী মৃত্যুর অভিযোগ
নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, জগৎবল্লভপুর – চিকিৎসার গাফিলতিতে এক রুগী মৃত্যুর অভিযোগ উঠল জগৎবল্লভপুরের বড়গাছিয়ার একটি নার্সিং হোমের বিরুদ্ধে। মৃতার নাম প্রতিমা পাঁজা (৫৫)। ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার রাতে নার্সিং হোমে ব্যাপক ভাঙচুর চালানোর অভিযোগ উঠল মৃত রুগীর পরিবারের লোকজনদের বিরুদ্ধে। এমনকি ঘটনার প্রতিবাদে বুধবার সকালে মৃতদেহ নিয়ে পথ অবরোধ করলো পরিবারের লোকজন। পরে জগৎবল্লভপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
জানা গেছে টিউমার অপারেশনের জন্য প্রতিমা পাঁজাকে শনিবার বিকেলে বড়গাছিয়ার একটি নার্সিংহোমে ভর্তি করা হয়। রবিবার সকালে সেখানে তার অপারেশন হয়। মৃতার পরিবারের লোকজনের বক্তব্য অপারেশনের পর মঙ্গলবার সকাল থেকে তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। পরে বিকেলে রুগীর অবস্থার অবনতি হলে তাকে কলকাতার এসএস কে এমে নিয়ে যাওয়ার পর রাতে সেখানেই তার মৃত্যু হয়। তাদের অভিযোগ চিকিৎসার গাফিলতিতে রোগীর মৃত্যু হয়েছে।
এদিকে প্রতিমা দেবীর মৃত্যুর খবর পাওয়ার পর রাতেই পরিবারের লোকজন নার্সিংহোমে ব্যাপক ভাঙচুর চালায়। নার্সিংহোমে থাকা বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর করে নয়নজুলিতে ফেলে দেয়। পরে বুধবার সকালে মৃতদেহ নিয়ে এসে হাওড়া আমতা রোড অবরোধ করে বিক্ষোভ দেখায় পরিবারের লোকজন। পরে জগৎবল্লভপুর থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। যদিও নার্সিংহোম কর্তৃপক্ষ তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছে। রুগীর চিকিৎসার কোন গাফিলতি হয়নি বলে দাবি করেন নার্সিংহোম কর্তৃপক্ষ।