কবি প্রণাম
নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, উলুবেড়িয়া- রাজ্যের বিভিন্ন প্রান্তের পাশাপাশি সোমবার হাওড়া গ্রামীণ জেলার বিভিন্ন প্রান্তে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন পালন করা হল। এদিন সকালে উলুবেড়িয়া কলেজে কবিগুরুর আবক্ষ মূর্তির আবরণ উন্মোচন করে কবিগুরুকে শ্রদ্ধা জানান রাজ্যের পূর্ত ও জনস্বাস্থ্য এবং কারিগরি দপ্তরের মন্ত্রী পুলক রায়। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উলুবেড়িয়া কলেজের অধ্যক্ষ দেবাশীষ পাল সহ অন্যান্যরা। এদিন কলেজের ছাত্র ছাত্রীরা সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ গ্রহণ করে।
এদিন উলুবেড়িয়া পুরসভার পক্ষ থেকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে শ্রদ্ধা জানানো হয়। এদিন উলুবেড়িয়া পুরসভা প্রাঙ্গনে কবিগুরুর মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা জানান উলুবেড়িয়া পুরসভার চেয়ারম্যান অভয় দাস,ভাইস চেয়ারম্যান ইনামুর রহমান, পুরসভার জল দপ্তরের চেয়ারম্যান ইন কাউন্সিল আকবর শেখ সহ অন্যান্যরা। বিকেলে পুরসভার উদ্যেগে উলুবেড়িয়া রবীন্দ্র ভবনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক বিদেশ বসু, চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান সহ অন্যান্যরা । এদিনের এই অনুষ্ঠানে পুরসভা এলাকার বিভিন্ন সাংস্কৃতিক সংস্থা সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেয়
এদিন আমতার বিধায়ক সুকান্ত পালের উদ্যেগে ঝিকিরা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন পালন করা হয়। কবিগুরুর মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা জানান বিধায়ক সুকান্ত পাল। বাগনান খালোড় যুব সংঘের উদ্যোগে আয়োজিত কবি প্রণাম অনুষ্ঠানে কবিগুরুকে শ্রদ্ধা জানান বিধায়ক অরুণাভ সেন।
উলুবেড়িয়া আশা ভবন সেন্টারে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী পালন করা হয়। অনুষ্ঠানে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করে।