৯টি রাস্তার কাজের সূচনা করলেন মন্ত্রী পুলক রায়
নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, শ্যামপুর-পথশ্রী রাস্তাশ্রী প্রকল্পে বৃহস্পতিবার শ্যামপুর ১ নং ব্লকের ৪টি অঞ্চলের ৯ টি রাস্তার কাজের সূচনা করলেন রাজ্যের পূর্ত ও জনস্বাস্থ্য এবং কারিগরি দপ্তরের মন্ত্রী পুলক রায়। প্রশাসন সূত্রে খবর শ্যামপুর ১ নং ব্লকের বালিচাতুরি, নবগ্রাম, বেলাড়ি ও ধান্দালি গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন জায়গায় প্রিয় ১২ কিলোমিটার দীর্ঘ ৯টি রাস্তা তৈরী করতে ব্যায় হবে প্রায় ৪ কোটি টাকা। এদিন রাস্তার কাজের সূচনার পাশাপাশি দুটি কালভার্টে ও সুস্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন করেন মন্ত্রী পুলক রায়।
এদিন মন্ত্রী পুলক রায় বলেন মা মাটি মানুষের সরকার প্রতিষ্ঠা হওয়ার পর থেকেই মানুষের পরিষেবা নিয়ে আমরা সর্বদা সজাগ ও সচেতন থেকেছি। প্রতিটি বাড়িতে বিদ্যুৎ পৌছে গেছে। প্রায় ৮০ থেকে ৮৫ শতাংশ রাস্তার কাজ শেষ। বাড়ি বাড়ি পরিশ্রুত পানীয় জল পৌছে দেওয়ার কাজ চলছে। বাম আমলে বছরে একটা কাজ হলেও কাউকে না জানিয়ে হত। কিন্তু মা মাটি মানুষের সরকারের আমলে প্রকাশ্যে মানুষকে জানিয়ে কাজের সূচনা করার পাশাপাশি মানুষকে কাজ দেখে নিতে ও বলা হয় বলে জানান মন্ত্রী পুলক রায়। এদিনের এই অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শ্যামপুর ১ নং ব্লকের বিডিও তন্ময় কার্জী, শ্যামপুর ১ নং পঞ্চায়েত সমিতির সভাপতি নাসরিন সেখ সহ অন্যান্যরা।