বাগনানে চন্দ্রবোড়া ও কেউটে সাপ উদ্ধার

Spread the love

নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, বাগনান- বাগনানের খালোড়ের দুটি জায়গা থেকে একটি চন্দ্রবোড়া ও একটি কেউটে সাপের বাচ্চাকে উদ্ধার হল। পরে অবশ্য সাপ দুটিকে পরিবেশে ছেড়ে দিল পরিবেশকর্মীরা। জানা গেছে বৃহস্পতিবার বাগনানের খালোড়ের শীতলপুর গ্রামের বাসিন্দা শিবানী মন্ডল বাড়ির পাশে জমা করে রাখা কাঠের মধ্যে প্রায় ৩ ফুট লম্বা একটি বিষধর চন্দ্রবোড়া সাপ দেখতে পান। তিনি বিষয়টি খালোড় গ্রাম পঞ্চায়েতের প্রধান বীরেশ্বর তেওয়ারিকে জানান। এরপর বীরেশ্বরবাবু পরিবেশকর্মী চিত্রক প্রামানিককে বিষয়টি জানান। চিত্রক সহকর্মী সুমন্ত দাস ও সুমন পাঠককে নিয়ে সেখানে পৌছে সাপটিকে উদ্ধার করে নিরাপদ জায়গায় ছেড়ে দেয়।

অন্যদিকে এদিন খালোড় গ্রাম পঞ্চায়েতের দূর্লভপুরে বাড়ির পাশের উঠানে একটি কেউটে সাপের বাচ্চাকে দেখতে পায় কলেজ ছাত্র কৌস্তভ দত্ত। কৌস্তভ চিত্রক প্রামানিককে বিষয়টি জানালে চিত্রক সহকর্মীদের নিয়ে ঘটনাস্থলে পৌছে সাপটিকে উদ্ধার করে নিরাপদ আশ্রয়ে ছেড়ে দেয়।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *