ওল গাছে ফুল, চাঞ্চল্য উলুবেড়িয়ায়

Spread the love

নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, উলুবেড়িয়া। উলুবেড়িয়ার গৌরীপুরের বাসিন্দা রঘুনাথ দোলুইয়ের বাড়ির জমিতে ওল গাছে ফুল ফুটেছে। অনেকটা শিবলিঙ্গের আকৃতির মত দেখতে হওয়ায় এই ফুলকে নিয়ে মানুষের মধ্যে কৌতহল বেড়েছে। বুধবার থেকে এই ফুল দেখতে দলে দলে মানুষ ভীড় জমাচ্ছে রঘুনাথ বাবুর বাড়িতে। তবে শুধু দেখা নয় বিভিন্ন মতামত জানাচ্ছে তার্। ফুলটা শিবলিঙ্গের মত দেখতে হওয়ায় কারোও মতে এটাকে পুজো করা দরকার। আবার কারোও মতে এটা অমঙ্গলের বার্তা বহন করেছে। আর এতেই পরিবারের সদস্যদের মধ্যে বিভ্রান্ত ছড়িয়েছে। ৭৬ বছরের টুকুরানী দোলুই জানান জীবন এই প্রথম এই ধরনের ফুল দেখলাম।

অন্যদিকে ওল গাছের ফুল ফোটার খবর পেয়ে গ্রামে পৌঁছান পরিবেশকর্মী দেবাশীষ সাঁতরা। তিনি পরিবারের সদস্যদের আশ্বস্ত করেন ওল গাছে ফুল ফোটার বিষয়টি কোন অলৌকিক ঘটনা নয়।এটা স্বাভাবিক ঘটনা। উদ্ভিদ বিজ্ঞানীদের মতে ওল গাছের যেটাকে ফুল বলা হয় সেটা আসলে গাছের পুস্পমঞ্জুরী। এই ফুলের সঙ্গে অনেকেই সেভাবে পরিচিত নয়। আর সেই কারণে মানুষের মধ্যে এই ধরনের চিন্তা। তবে ওল গাছের ফুল ফোটা কোন অস্বাভাবিক ঘটনা নয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *