শ্রী শ্রী আনন্দময়ী কালীবাড়ির ১০৪ তম প্রতিষ্ঠা দিবস
নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, উলুবেড়িয়া- হাওড়া জেলার অন্যতম প্রাচীন শহর উলুবেড়িয়া। শহরের পাশ দিয়ে বয়ে গেছে হুগলী নদী। আর এই নদীর তীরে আছে শতাব্দী প্রাচীন শ্রী শ্রী আনন্দময়ী কালীবাড়ি। বুধবার থেকে শুরু হয়েছে শ্রী শ্রী আনন্দময়ী কালীবাড়ির ১০৪ তম প্রতিষ্ঠা দিবস।
এদিন ভোর ৪ টের সময় মঙ্গলারতি ও তোপধ্বনির মধ্যে দিয়ে উৎসবের সূচনা হয়। এরপর প্রভাতফেরি আয়োজন করা হয়। প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এদিন বিশেষ পুজো, হোম যজ্ঞের আয়োজন করা হয়। দুপুরে ভক্তদের মধ্যে ভোগ বিতরণ করা হয়। শ্রী শ্রী আনন্দময়ী কালীমাতা সংস্থার সহ সম্পাদক শ্রীমন্ত গরানী জানান তিনদিন ধরে চলা এই উৎসবে সন্ধ্যারতি ছাড়াও গঙ্গারতির আয়োজন করা হয়েছে। আতসবাজির প্রর্দশন ছাড়াও ভক্তিমূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।