মুক্তিরচক গণধর্ষণ মামলায় ৮ জনের ২০ বছর কারাদণ্ড
নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, আমতা- আমতার মুক্তিরচক গণধর্ষণ মামলায় আমতা আদালত ৮ জনকে কুড়ি বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিলেন আমতা আদালত। শনিবার আমতা আদালতের বিচারক রোহন সিনহা এই রায় দেন। সাজাপ্রাপ্তরা হল বরুণ মাখাল, বংশী গায়েন, নব গায়েন, সৈকত মন্ডল, সুকান্ত পাত্র, গৌতম মাখাল, গৌরহরি মাখাল ও শংকর মাখাল।
এদিন বিচারক দোষীদের ভারতীয় দন্ডবিধির ৩২৩ ধারা অনুযায়ী ১ বছরের কারাদণ্ড এবং ১ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১ মাসের কারাদণ্ড, ৪৫০ ধারায় ৭ বছরের কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৬ মাসের কারাদণ্ড এবং ৩৭৬ ডি ধারায় ২০ বছরের কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১ বছরের কারাদণ্ডের নির্দেশ দেন। এদিন বিচারক রোহন সিনহা বলেন দোষীদের কাছ থেকে আদায় করা জরিমানার টাকা দুই নির্যাতিতার মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া হবে। সরকারি আইনজীবী সিদ্ধার্থ মজুমদার জানান বৃহস্পতিবার বিচারক রোহন সিনহা দোষী সাব্যস্ত করার পর আজ সাজা ঘোষণা করেন। প্রসঙ্গত ২০১৪ সালের ৪ ফেব্রুয়ারি রাতে মুক্তিরচক গ্রামে এই গণধর্ষণের ঘটনা ঘটেছিল।