জলের চাপে ভেঙে গেল বাঁশের সেতু
নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, জয়পুর- বোরো চাষের জন্য অস্থায়ী বাঁধ দিয়ে আটকে রাখা জল ছেড়ে দেওয়ায় জলের তোড়ে ভেঙে গেল বাঁশের সেতু। মঙ্গলবার দুপুরে উত্তর ভাটোরার দীপাঞ্চলের সঙ্গে হুগলির খানাকুলের মাড়োখানার সংযোগকারী বাঁশের সেতুটি ভেঙে যায়। ফলে যাতায়াতের ক্ষেত্রে ব্যাপক সমস্যায় পড়ছেন দুই জেলার মানুষ। অভিযোগ প্রতি বছরই এই সমস্যা দেখা যায়। তবে দুই জেলার মানুষের যাতায়াতের ক্ষেত্রে আপাতত নদীতে নৌকার ব্যবস্থা করা হয়েছে। তবে নৌকা চলাচলের ক্ষেত্রে যাতে বেশি ভিড় না হয় এবং তাতে আবার নতুন বিপদ না হয় সে জন্য পুলিশ মোতায়েন রাখা হয়েছে বলে ” জানান আমতার বিধায়ক সুকান্ত পাল।
মুন্ডেশ্বরী নদীর উপর এই সেতুটি খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু এই সেতু ভেঙে যাওয়ায় সমস্যায় পড়েছেন তারা। প্রশাসন সূত্রে জানা গিয়েছে বোরো ধান চাষের জন্য প্রতিবছরই মুন্ডশ্বরী নদীর একাধিক জায়গায় বোরো বাঁধ দেওয়া হয়। নদীর উপর বাঁধ দিয়ে জল আটকে সেই জল ন্যাচা খালের মাধ্যমে হাওড়ার কিছু জায়গা ও হুগলির বিভিন্ন এলাকায় পৌঁছে চাষবাস করানো হয়। আবার বোরো ধানের মরসুম শেষ হলেই মে মাসের প্রথম সপ্তাহর দিকে সেই বাঁধ কেটে দেয় প্রশাসন। সে অনুযায়ী প্রশাসন ও সেচ দপ্তরের লোকেরা মঙ্গলবার এই তিনটি বাঁধ কেটে দেয়। তবে এবারে এক সপ্তাহ আগে কাটানো হয়েছে কারণ বিশ্ব ব্যাংকের টাকায় সেচ ও বন্যা নিয়ন্ত্রণের প্রকল্পের কাজের সুবিধার জন্য। আর বাঁধ কেটে দেওয়ায় জলের ব্যাপক স্রোত নেমে আসে মুণ্ডেশ্বরীতে। ভাটোরা গ্রাম পঞ্চায়েতের প্রধান অশোক গায়েন বলেন হুগলি জেলা প্রশাসন আগে আমাদের বিষয়টি জানায়নি। আগে বিষয়টা জানালে সেতুটি যাতে ভেঙে না যায় সেই ব্যবস্থা করতাম।