উদয়নারায়নপুরের বন্যা নিয়ন্ত্রণের কাজ পরিদর্শন
নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, উদয়নারায়নপুর- রাজ্যের ৫ টি জেলার বন্যা নিয়ন্ত্রণে বিশ্ব ব্যাংকের আর্থিক সহায়তায় মেজর ইরিগেশন এন্ড ব্লাড ম্যানেজমেন্ট প্রকল্পের কাজ চলছে। তিন হাজার কোটি টাকা ব্যয়ের এই প্রকল্পে বন্যা নিয়ন্ত্রণে নদী বাঁধ উঁচু, নদী বাঁধের রাস্তা নির্মাণ, খাল সংস্কার সহ একাধিক কাজ চলছে। হাওড়া জেলার আমতা ও উদয়নারায়ণপুরেও এই বন্যা নিয়ন্ত্রণের কাজ চলছে।
প্রকল্পের প্রথম পর্যায়ের কাজ প্রায় শেষ। দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হবে। সোমবার দুপুরে উদয়নারায়নপুরে প্রথম পর্যায়ের কাজের অগ্রগতি এবং দ্বিতীয় পর্যায়ের কাজের পরিকল্পনা খতিয়ে দেখতে বিভিন্ন নদী বাঁধ এলাকা পরিদর্শন করেন উদয়নারায়ণপুরের বিধায়ক সমীর পাঁজা সহ সেচ দপ্তরের আধিকারিকরা।
এই প্রসঙ্গে সেচ দপ্তরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার রঘুনাথ চক্রবর্তী জানান প্রথম পর্যায়ে নদী বাঁধ নির্মাণ ছাড়াও রাস্তা নির্মাণ করা হয়েছে। দ্বিতীয় পর্যায়ে নদীর চর কাটা, সুইচ গেট নির্মাণ, ব্রিজ নির্মাণ ছাড়াও আরো রাস্তা নির্মাণ করা হবে। বিধায়ক সমীর পাঁজা জানান কাজ শেষ হলে উদয়নারায়ণপুরের মানুষ বন্যার হাত থেকে রেহাই পাবে।