উলুবেড়িয়া নিমদীঘীতে বিধ্বংসী আগুন
নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, উলুবেড়িয়া- চারদিনের ব্যাবধানে এবার ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল উলুবেড়িয়ার নিমদীঘীতে। স্থানীয় সূত্রে জানা গেছে শনিবার বিকেল সাড়ে ৩ টে নাগাদ নিমদীঘী ফুটবল মাঠের পাশে জমা করে রাখা হোগলায় আগুন লাগে। আগুনের লেলিহান শিখা দ্রুত আশেপাশে ছড়িয়ে পড়তে থাকে। হোগলার পাশাপাশি আগুন দ্রুত আশপাশের বাড়িতে ছড়িয়ে পড়তে থাকে। গোটা এলাকা কালো ধোয়ায় ঢেকে যায়। বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়ায়।
আগুন মাঠে বসা মেলার একাংশ ছড়িয়ে পড়ে।প্রাথমিকভাবে স্থানীয় বাসিন্দারা জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করে। এদিকে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে আসে উলুবেড়িয়ার এসডিপিও রাঘব এস , উলুবেড়িয়া ১ নং ব্লকের বিডিও নিলাদ্রী শেখর দে ঘটনাস্থলে আসেন। অন্যদিকে আগুন লাগার বেশ কিছুক্ষন পর প্রথমে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌছায়। পরে বিভিন্ন জায়গা থেকে আরোও ৬টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌছে ঘন্টাখানেকর চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে।
অন্যদিকে এদিন ঘটনাস্থলে আসেন উলুবেড়িয়ার মহকুমাশাসক শমীক কুমার ঘোষ,হাওড়া গ্রামীন জেলার অতিরিক্ত পুলিস সুপার ইন্দ্রজিৎ সরকার, উলুবেড়িয়া পুরসভার চেয়ারম্যান অভয় দাস, ভাইস চেয়ারম্যান ইনামুর রহমান সহ প্রশাসনের কর্তারা। এদিন তারা আগুনে ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করার পাশাপাশি ক্ষতিগ্রস্থ মানুষদের সঙ্গে কথা বলেন।