উলুবেড়িয়ায় তৃণমূলের সাংবাদিক সম্মেলন
নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, উলুবেড়িয়া- ২০২১ এর নির্বাচনে পরাজয় মেনে নিতে না পারায় কেন্দ্রীয় সরকার ক্রমাগত রাজ্যের মানুষের সঙ্গে বঞ্চনা করে চলেছেন বলে অভিযোগ করল হাওড়া গ্রামীণ জেলা তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব। বৃহস্পতিবার উলুবেড়িয়ায় এক সাংবাদিক সম্মেলনে এই অভিযোগ করেন জেলার তৃণমূল নেতৃত্ব। এদিনের এই সাংবাদিক সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্যের পূর্ত ও জনস্বাস্থ্য এবং কারিগরি মন্ত্রী পুলক রায়, হাওড়া গ্রামীণ জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি বিধায়ক অরুনাভ সেন, বিধায়ক বিদেশ বসু, বিধায়ক সুকান্ত পাল, বিধায়ক প্রিয়া পাল, হাওড়া জেলা পরিষদের সহকারী সভাধিপতি অজয় ভট্টাচার্য, উলুবেড়িয়া পুরসভার চেয়ারম্যান অভয় দাস, ভাইস চেয়ারম্যান ইনামুর রহমান, হাওড়া গ্রামীণ জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি দেবাশীষ বন্দোপাধ্যায়, উলুবেড়িয়া তৃণমূল কংগ্রেসের সভাপতি আকবর শেখ সহ অন্যান্যরা।
এদিন তৃণমূল নেতারা অভিযোগ করেন আবাস যোজনায় কেন্দ্রীয় সরকার টাকা না দেওয়ায় সমস্যার মুখে পড়েছে সাধারণ মানুষ। তৃণমূল নেতাদের অভিযোগ শুধু তাই নয় দীর্ঘ এক বছরের বেশি সময় কেন্দ্র ১০০ দিনের পাওনা টাকা দিচ্ছেনা। এদিন জেলার তৃণমূল নেতৃত্ব বলেন সড়ক যোজনায় কেন্দ্রীয় সরকার টাকা না দিলেও রাজ্য সরকার নিজস্ব ৩ হাজার কোটি টাকায় ১২ হাজার কিলোমিটারের বেশি রাস্তা নির্মাণ করছে।