বিপর্যয় মোকাবিলায় মক ড্রিল
নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, উলুবেড়িয়াঃ ঘূর্নিঝড় আসছে। হাওয়া অফিস থেকে এই সতর্ক বার্তা আসলেই চিন্তার ভাঁজ পড়ে যায় প্রশাসনের মাথায়। বিপর্যয় মোকাবিলা দপ্তরের নির্দেশের অপেক্ষার প্রহর গোনা শুরু হয়ে যায় প্রশাসনের কর্তাদের। ঘূর্ণিঝড় মোকাবিলায় জেলা প্রশাসনের সঙ্গে ব্লক প্রশাসনের ঘন ঘন বৈঠক, কর্মীদের ছুটি বাতিল কিছুই বাদ থাকেনা। আর ঘূর্ণিঝড়ের সতর্ক বার্তা আসলে প্রশাসনের কপালে যাতে চিন্তার ভাঁজ না পড়ে সেজন্য আগে থেকেই ঘূর্ণিঝড় মোকাবিলায় কি করনীয় সেই নিয়ে ব্লক প্রশাসন কে সতর্ক থাকার কৌশল হাতে কলমে শিক্ষা দিতে উদ্যোগ নিল বিপর্যয় মোকাবিলা দপ্তর। বৃহস্পতিবার হাওড়ার ৫ টি ব্লকে এই বিপর্যয় মোকাবিলা বাহিনী মক ড্রিলের আয়োজন করল। প্রতিটি ব্লকে এনডিআরএফের কর্মীরা ব্লক প্রশাসনের কর্মীদের হাতে-কলমে শিক্ষা দিল। ব্লক প্রশাসনের কর্তাদের বক্তব্য এই ধরনের উদ্যোগ বিপর্যয় মোকাবিলায় অনেকটাই সাহায্য করবে।
জানা গেছে মক ড্রিলের জন্য হাওড়ার নদী তীরবর্তী ৫ টি ব্লককে প্রাথমিকভাবে বাছা হয়েছে। সেগুলো হল বাগনান ১ নং ও ২ নং ব্লক, শ্যামপুর ১ নং ও ২ নং ব্লক এবং উলুবেড়িয়া ১ নম্বর ব্লক। যদিও প্রত্যেকটা ব্লককে আলাদা আলাদা বিষয়ের উপর মক ড্রিল করে দেখানো হল। বাগনান ১ নং ব্লকে স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে অর্থাৎ হাসপাতালের উপর থেকে যদি কোন ঝড় বয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয় বা সাইক্লোনে হাসপাতালের অংশ ক্ষতিগ্রস্ত হয় তখন কি করতে হবে। বাগনান ২ নং ব্লকে শিল্পাঞ্চলের উপরে এর প্রভাব এবং তখন করনীয় কি। শ্যামপুর ১ নং ও ২ নং ব্লককে রেসকিউ বা উদ্ধার কার্যের বিষয় করণীয় সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হল। বিপর্যয়ের মাটির বাড়ি পড়ে যাওয়া ইলেকট্রিক পোস্ট পড়ে যাওয়া গাছ পড়ে যাওয়া বা কৃষি ক্ষেত্রের উপর প্রভাব এবং সেক্ষেত্রে করনীয় কি। আর উলুবেড়িয়া ১ নম্বর ব্লককে দেওয়া হল বহু তলের উপর দিয়ে ঝড় বয়ে গেলে সেখানে করনীয় কি বা যদি কোন বহুতলে কিছু মানুষ আটকে পড়ে তাদের কিভাবে উদ্ধার করা হবে।
এইভাবে বিভিন্ন বিষয়ের উপর বিভিন্ন ব্লকের কর্মীদের মক ড্রিল করে দেখানো হল। ব্লকের সংশ্লিষ্ট বিভাগের কর্মীদের পাশাপাশি এলাকার কিছু যুবক যারা সাধারণত বিপদের সময় উদ্ধার কাজে হাত লাগায় এই ধরনের লোকেদেরও এই মক ড্রিল দেখান হল। প্রশাসনিক কর্তাদের মতে এই ধরনের মক ড্রিল দেখার ফলে ব্লক প্রশাসন নিজেদের মতো আরও বেশি করে সক্রিয় থাকতে পারবে। পাশাপাশি এলাকার মানুষও সচেতন হতে পারবে। তারাও বুঝতে পারবে তাদের করণীয় কি। তারা প্রশাসনের সঙ্গে সহজেই সহযোগিতার হাত বাড়াবে আশা করা যায়। ব্লকে দেখাতে পারে।