শ্যামপুরে হাঁসের বাচ্চা বিতরন

Spread the love

নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, শ্যামপুর- উলুবেড়িয়ার শাটল কক শিল্পে পালকের সমস্যা মেটাতে এবার জেলা্তেই হোয়াইট পিকিং হাঁস চাষের উদ্যোগ নেওয়া হল। সেই লক্ষ্যে সোমবার শ্যামপুর ১ নং ব্লকের ৫০টি মহিলা স্বনির্ভর গোষ্ঠীর হাতে ৫০ হাজার হোয়াইট পিকিং হাঁসের বাচ্চা তুলে দেওয়া হল। পশ্চিমবঙ্গ সামগ্রিক অঞ্চল উন্নয়ন পর্ষদ বাগনান প্রকল্পের গড়চুমুক ফার্মে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের হাতে হোয়াইট পিকিং হাঁসের বাচ্চা তুলে দেন রাজ্যের পূর্ত ও জনস্বাস্থ্য এবং কারিগরি দপ্তরের মন্ত্রী পুলক রায়। এদিনের এই অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শ্যামপুর ১ নং ব্লকের বিডিও তন্ময় কার্য্যী, শ্যামপুর ১ নং পঞ্চায়েত সমিতির সভাপতি নাসরিন বেগম, বাগনান প্রকল্পের ভারপ্রাপ্ত আধিকারিক নিকুঞ্জবিহারী সর সহ অন্যান্য ব্যাক্তিরা।

এদিন মন্ত্রী পুলক রায় বলেন এইসব হাঁস বড় হওয়ার পর এদের থেকে ডিম ও মাংস পাওয়া যাবে। তবে সব থেকে উল্লেখযোগ্য এইসব হাঁসের সাদা পালক শাটল কক তৈরীর ক্ষেত্রে কাজে লাগবে। এদিন মন্ত্রী পুলক রায় বলেন শাটল কক তৈরীর ক্ষেত্রে প্রয়োজনীয় সাদা হাঁসের পালক বাংলাদেশ থেকে আসলেও প্রয়োজনের তুলনায় যোগান অনেকটাই কম ছিল। তবে এবার থেকে আর বাংলাদেশের উপর ভরসা করে বসে থাকেত হবেনা। এখানেই শাটল ককের পালক উৎপাদন হবে। মন্ত্রী বলেন মহিলা স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের হাঁসের বাচ্চা দেওয়ার পাশাপাশি তাদের বিনামূল্যে খাবার ও ওষুধ ও প্রশিক্ষন দেওয়া হচ্ছে। পরবর্তী সময়ে মহিলারা এইসব হাঁসের ডিম,মাংস বিক্রির পাশাপাশি পালক বিক্রি করেও সাবলম্বী হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *