মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানালেন মন্ত্রী পুলক রায়
নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, উলুবেড়িয়া- বৃহস্পতিবার থেকে শুরু হল মাধ্যমিক পরীক্ষা। এদিন রাজ্যের বিভিন্ন প্রান্তের পাশাপাশি হাওড়া গ্রামীণ জেলার বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা দিল পরীক্ষাথীরা। এদিন জেলার বিভিন্ন প্রান্তের পাশাপাশি উলুবেড়িয়ার বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা দিল পরীক্ষার্থীা। এদিন সকাল থেকেই বিভিন্ন পরীক্ষা কেন্দ্রের সামনে ভীড় করতে থাকে পরীক্ষার্থীরা। পরে বেলা ১০টা ৩০ মিনিটের পর থেকে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ শুরু করে পরীক্ষার্থীরা।
যদিও এবারে পরীক্ষা কেন্দ্রের ভিতরে পরীক্ষার্থী ছাড়া আর কারোও প্রবেশের অনুমতি ছিলনা। ফলে পরীক্ষার্থীরা একাই পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করে। অন্যদিকে এদিন সকালে উলুবেড়িয়ার কৈজুড়ি উচ্চ বিদ্যালয়ের সামনে পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানাতে উপস্থিত ছিলেন রাজ্যের পূর্ত মন্ত্রী পুলক রায়। পরে মন্ত্রী পুলক রায় গঙ্গরামপুর উচ্চ বিদ্যালয়ে গিয়ে পরীক্ষার্থীদের হাতে গোলাপ ফুল ও পেন তুলে দিয়ে তাদের শুভেচ্ছ জানান। পরে বিভিন্ন বিদ্যালয়ের বাইরে অভিভাবকদের জন্য বসার ব্যবস্থা করা জায়গায় গিয়ে তাদের সঙ্গে দেখা করেন মন্ত্রী পুলক রায়।