শ্যামপুরে মেয়ের সম্ভ্রম বাঁচাতে গিয়ে মৃত্যু বাবার
নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, শ্যামপুর- মেয়ের শ্লীলতাহানির প্রতিবাদ করায় মদ্যপ যুবকদের মারে মৃত্যু হল এক ব্যাক্তির। ঘটনাটি ঘটেছে রবিবার রাতে শ্যামপুর থানার গোবিন্দপুরে। ঘটনায় মৃত ব্যাক্তির পরিবার দুই অভিযুক্তের বিরুদ্ধে শ্যামপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। শ্যামপুর থানার পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে ৩৪১, ৩২৫, ৩০৮, ৩০২, পকসো ৮ এবং ৩৪ ধারায় মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে। ঘটনায় পুলিশ এক অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। ধৃতকে মঙ্গলবার উলুবেড়িয়া আদালতে তোলা হলে বিচারক তাকে ৫ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন।
জানা গেছে রবিবার সন্ধ্যায় গোবিন্দপুরে প্রাইভেট টিউশানি পড়তে গিয়েছিল দশম শ্রেনীর ওই ছাত্রী। অভিযোগ রাত ৯টা নাগাদ ওই ছাত্রী সাইকেল চালিয়ে বাড়ি ফেরার সময় গোবিন্দপুর ভাগাড়ের কাছে অভিযুক্ত দুই যুবক মদ্যপ অবস্থায় ছাত্রীর পথ আটকে দাঁড়ায়। অভিযোগ তারা ছাত্রীর শ্লীলতাহানি করার সময় ছাত্রী চিৎকার করলে তার বাবা ঘটনাস্থলে ছুটে আসে। অভিযোগ সেই সময় তিনি ঘটনার প্রতিবাদ করলে দুই যুবক তাকে একটি ফাঁকা জায়গায় টেনে নিয়ে গিয়ে বেধড়ক মারধর করে। অন্যদিকে মদ্যপ যুবকদের হাতে বাবাকে প্রহৃত হতে দেখে ওই ছাত্রী বাড়ি গিয়ে সব ঘটনা বলে। পরে পরিবারের লোকজন আশঙ্কাজনক অবস্তায় ছাত্রীর বাবাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় ঝামঝুমি হাসপাতালে নিয়ে যায়। পরে তাকে উলুবেড়িয়া মেডিকেল কলেজে ভর্তি করা হলে সোমবার বিকালে সেখানেই তার মৃত্যু হয়। পরে মঙ্গলবার পুলিশ এক অভিযুক্তকে গ্রেপ্তার করে। এদিকে মঙ্গলবার উলুবেড়িয়া মেডিকেল কলেজে মৃত ব্যাক্তির দেহ ময়নাতদন্তে পর গ্রামে পৌছালে ক্ষোভে ফেটে পড়ে বাসিন্দারা। তারা মৃতদেহ রাস্তায় রেখে বিক্ষোভ দেখাতে থাকে। বাসিন্দাদের অভিযোগ ঘটনায় দুজন নয় তিনজন যুক্ত আছে। তারা সকলকে গ্রেপ্তারের দাবি জানান। প্রায় ঘন্টাখানেক বিক্ষোভ চলার পর পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।