পঞ্চায়েত নির্বাচনে হাওড়ার সবকটি পঞ্চায়েতে ঘাস ফুল ফুটবে – পুলক রায়
নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, বাগনান- আগামী পঞ্চায়েত নির্বাচনে রাম বাম জোট করে লড়াই করলেও ওরা সব জায়গাতেই এই জোট পরাজিত হবে । আর সেই কারণে এবারের পঞ্চায়েত নির্বাচনে হাওড়া জেলার ১৫৭ টি গ্রাম পঞ্চায়েত,সবকটা পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদের সবকটি আসনেই ঘাসের উপর জোড়া ফুল ফুটবে বলে দাবি করলেন রাজ্যের পূর্ত এবং জনস্বাস্থ্য ও কারিগরি দপ্তরের মন্ত্রী পুলক রায়। পঞ্চায়েত নির্বাচনের আগে সোমবার বিকেলে বাগনানের নবাসন ফুটবল মাঠে বাগনান কেন্দ্র তৃণমূল যুব কংগ্রেসের ডাকে বুথ ভিত্তিক রাজনৈতিক কর্মী সম্মেলনে এই দাবি করেন মন্ত্রী পুলক রায়।
নির্বাচনের আগে সন্ত্রাসের অভিযোগ নিয়ে তিনি বিরোধীদের কটাক্ষ করে বলেন নির্বাচনে লড়াই না করে বিরোধীরা রাজপাল, নির্বাচন কমিশনের কাছে ছুটছে। আর সেটা না করে নির্বাচন ময়দান থেকে লড়াই করার বার্তা দেন পুলক রায়। তিনি বলেন বাংলার মানুষ সাম্প্রদায়িক শক্তিকে ঘৃনা করে, ধর্মনিরপেক্ষতাকে বিশ্বাস করে। সেই কারণেই গত বিধানসভা নির্বাচনে বাংলার মানুষ বিজেপিকে প্রত্যাখান করেছে। রাজ্যে কেন্দ্রীয় দল পাঠানোকে স্বাগত জানালেও তাদের সঙ্গে রাজ্যের বকেয়া টাকা পাঠানোর দাবি জানান মন্ত্রী পুলক রায়।
অন্যদিকে এদিন হাওড়া গ্রামীণ জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা বাগনানের বিধায়ক অরুণাভ সেন বলেন তৃণমূল যুব কংগ্রেসের একজন দায়িত্ববান কর্মী হতে গেলে দলের পাশাপাশি মানুষের প্রতি দায়বদ্ধতা এবং আনুগত্য হতে হবে। নিজেদের অসাম্প্রদায়িক হতে হবে, নিজেদের মধ্যে সম্প্রীতি রাখতে হবে,ঐক্যবদ্ধ হতে হবে। কোন কিছু পাওয়ার আশায় না থেকে বুথে বুথে গিয়ে পাড়ায় পাড়ায় গিয়ে নিরলস পরিশ্রম করে মানুষের পাশে থাকতে হবে। এদিন তিনি বলেন মানুষ যাতে বিপথে চালিত না হয় সেটা লক্ষ্য রাখতে হবে পাশাপাশি তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে মানুষ যে স্বপ্ন দেখেছে সেই স্বপ্নের ভীত আরোও মজবুত করতে হবে বলে জানান বিধায়ক অরুণাভ সেন। তিনি বলেন নেতাজীকে ওরা এমন করছে যেন নেতাজীকে ওরা হাইজ্যাক করেছে। আর এস এস ভারতের ইতিহাসকে ভোলানোর চেষ্টা করছে বলেও অভিযোগ করেন বিধায়ক অরুণাভ সেন। এদিনের এই কর্মী সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন হাওড়া গ্রামীণ জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি দেবাশীষ বন্দোপাধ্যায়, বাগনান কেন্দ্র তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি বিশ্বজিৎ পাল সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব।