দিদির সুরক্ষা কবচ কর্মসূচীতে দুই মন্ত্রী
নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, উলুবেড়িয়া- দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে শুক্রবার বাগনান এবং উলুবেড়িয়ায় সাধারন মানুষের সঙ্গে কথা বললেন রাজ্যের দুই মন্ত্রী। এদিনের এই কর্মসূচিতে বাগনান ২ নং ব্লকের চন্দ্রভাগ গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় যান রাজ্যের সমবায় দপ্তরের মন্ত্রী অরূপ রায়। অন্যদিকে এদিন শ্যামপুর ১ নং ব্লকের বালিচাতুরি গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় যান রাজ্যের পূর্ত ও জনস্বাস্থ্য এবং কারিগরি দপ্তরের মন্ত্রী পুলক রায়।
এদিন সকালে সমবায় মন্ত্রী অরূপ রায় বাগনানের চন্দ্রভাগ অঞ্চলের কানাইপুরে মন্দিরে পুজো দিয়ে বিভিন্ন এলাকা ঘুরে সাধারন মানুষের সঙ্গে কথা বলেন। পরে রবিভাগ অঙ্গনওয়াড়ি কেন্দ্র পরিদর্শন করেন মন্ত্রী অরূপ রায়। দুপুরে দলীয় কর্মীদের সঙ্গে মধ্যাহ্ন ভোজন করেন তিনি। এদিন মন্ত্রীর সঙ্গে ছিলেন বাগনান ২ নং পঞ্চায়েত সমিতির সভাপতি মৌসুমী সেন, বাগনান কেন্দ্র তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি বিশ্বজিত পাল সহ অন্যন্যরা।
শুক্রবার সকালে শ্যামপুরের বালিচাতুরি গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকাযঘুরে দেখার পাশাপাশি গিয়ে সাধারন মানুষের সঙ্গে কথা বলেন মন্ত্রী পুলক রায়। এদিন তিনি মাঝিপাড়া থেকে তার কর্মসূচী শুরু করেন।সাধারন মানুষের সঙ্গে কথা বলে মহেশ্বরপুর প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে ক্ষুদে পড়ুয়াদের হাতে লজেন্স তুলে দেন। পরে দুপুরে দলীয় কর্মীদের সঙ্গে মধাহ্ন ভোজন করেন মন্ত্রী পুলক রায়।
এদিন আমতা ১ নং ব্লকের ভান্ডারগাছা গ্রাম পঞ্চায়েত এলাকায় গিয়ে মানুষের সঙ্গে কথা বলেন বাগনান কেন্দ্রের বিধায়ক অরুনাভ সেন। এদিন উলুবেড়িয়া ২ নং ব্লকের বানীবন গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় গিয়ে মানুষের সঙ্গে কথা বলেন উলুবেড়িয়া উত্তর কেন্দ্রের বিধায়ক ডাঃ নির্মল মাজি। এদিন বিধায়কের সঙ্গে ছিলেন উলুবেড়িয়া ২ নং পঞ্চায়েত সমিতির সভাপতি শেখ ইলিয়াস সহ অন্যান্য তৃণমুল নেতৃত্ব।