বাগনানে ৫০০বিজেপি নেতা কর্মী তৃণমূলে যোগ দিল

Spread the love

নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, বাগনান- যে কোন নির্বাচনে বিরোধী রাজনৈতিক দল না থাকলে নির্বাচনের মজাটাই থাকেনা। আর সেই কারণে আগামী নির্বাচনে বিজেপি সিপিএম এবং কংগ্রেসকে জোট বেধে নির্বাচনের লড়াইয়ে নামার আহবান জানালেন হাওড়া গ্রামীণ জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা বাগনানের বিধায়ক অরুনাভ সেন। কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির প্রতিবাদে রবিবার খালোড় কালীবাড়ির সামনে বাগনান কেন্দ্র তৃনমুল যুব কংগ্রেসের উদ্যোগে ডাকা এক প্রতিবাদ সভায় এই আহবান জানান বিধায়ক অরুনাভ সেন। এদিনের এই সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন হাওড়া গ্রামীন জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি দেবাশীষ বন্দোপাধ্যায়, বাগনান কেন্দ্র তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি বিশ্বজিৎ পাল সহ অন্যান্যরা।

এদিন বিধায়ক অরুনাভ সেন বিরোধীদের কটাক্ষ করে বলেন নির্বাচনে জেতার জন্য আপনারা চেষ্টা করে যান। একদিন হয়তো আপনাদের সেই সূযোগ আসতে পারে। তবে সেদিন আপনাদের দলটা থাকবে কিনা বেটা আমরা বলতে পারবনা।  শনিবার দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে চড় মারা প্রসঙ্গে বিধায়ক বলেন এক শ্রেনীর সংবাদ মাধ্যম দিদির সুরক্ষা কবচ কর্মসূচী নিয়ে অপ্রপ্রচার করছে।  মানুষের ক্ষোভ বিক্ষোভ থাকতেই পারে। মানুষকে তাদের বলার অধিকার আমরা দিয়েছি। এটা আমাদের গনতন্ত্রের জয় হযেছে বলে আমরা মনে করি। এদিনের এই প্রতিবাদ সভায় খালোড় অঞ্চল থেকে ৫০০ জন বিজেপি নেতা কর্মী তৃণমূলে যোগ দেয়। এদিন দলে যোগ দেওয়া কর্মীদের হাতে দলীয় পতাকা তুলে দেন বিধায়ক অরুনাভ সেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *