শ্যামপুরে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে বিক্ষোভ
নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, শ্যামপুর- অঙ্গনওয়াড়ি কেন্দ্রের চাল ও ডাল পাচারের ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল শ্যামপুর ১ নং ব্লকের বানেশ্বরপুর ১ নং গ্রাম পঞ্চায়েতের গুড়েপোল পশ্চিম অঙ্গনওয়াড়ি কেন্দ্রের মঙ্গলবারের এই ঘটনার প্রতিবাদে বুধবার দুপুরে ক্ষুব্ধ গ্রামবাসীরা অঙ্গনওয়াড়িকে কেন্দ্রের অভিযুক্ত কর্মীকে ঘিরে বিক্ষোভ দেখাল। ঘন্টাখানেক বিক্ষোভ চলার পর পুলিসের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। তবে এদিন তার দোষ স্বীকার করে নিয়েছেন ওই অঙ্গনওয়াড়ি কর্মী।
জানা গেছে মঙ্গলবার বিকেলে গুড়েপোল পশ্চিম অঙ্গনওয়াড়ি কেন্দ্রের এক কর্মী কেন্দ্র থেকে ট্রলি ভ্যানে করে ৪ বস্তা চাল ও ১ বস্তা ডাল অন্যত্র নিয়ে যাচ্ছিল। অভিযোগ সেইসময় স্থানীয় বাসিন্দাদের বিষয়টি নজরে আসার পরেই ভ্যান আটকে চাল ও ডাল নামিয়ে নেয়। পাশাপাশি অঙ্গনওয়াড়ি কর্মী নিজের দোষ স্বীকার করে নেওয়ায় বাসিন্দারা চাল ও ডালের বস্তা অঙ্গনওয়াড়ি কেন্দ্রে ফিরিয়ে নিযে আসে। এই বিষয়ে স্থানীয় পঞ্চায়েত সদস্য সর্বানী মাইতি জানান চাল পাচারের সময় হাতেনাতে ধরা পড়ায় আজ গ্রামবাসীরা বিক্ষোভ দেখিয়েছে। তিনি বলেন ওই কর্মীকে হাতেনাতে ধরার সময় তিনি একবার বলছিলেন গাদিয়াড়ায় আর একবার বলছেন আমবেড়িয়ার স্কুলে নিয়ে যাচ্ছিলেন। সর্বানী মাইতি জানান ধরা পড়ার পর ওই কর্মী তার দোষ স্বীকার করে নিয়েছেন। যদিও চাল পাচারের অভিযোগ সর্ম্পকে বিজেপির চক্রান্ত বলে দাবি করেছেন স্থানীয় গ্রাম পঞ্চায়েতের প্রধান আবদুর রহমান।