দিদির সুরক্ষা কবচ- সাংবাদিক সম্মেলনে মন্ত্রী, বিধায়করা
নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, উলুবেড়িয়া- আবাস প্লাস প্রকল্পের তালিকায় যোগ্য ব্যক্তিদের নাম না থাকা নিয়ে ইতিমধ্যে রাজ্যে জুড়ে আলোড়ন সৃষ্টি হয়েছে। আর তালিকার সমস্ত দায় কেন্দ্রীয় সরকারের ঘাড়েই চাপালেন রাজ্যের পূর্ত ও জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের মন্ত্রী পুলক রায়। মঙ্গলবার উলুবেড়িয়া দক্ষিন বিধানসভার বিরশীবপুরে দিদির সুরক্ষা কবচ কর্মসূচী নিয়ে এক সাংবাদিক সম্মেলনে এই দাবি করেন মন্ত্রী পুলক রায়। এদিন মন্ত্রী পুলক রায় বলেন গত বিধানসভা নির্বাচনে বিজেপি পরাজিত হওয়ার পর থেকেই কেন্দ্র রাজ্যকে নানা ক্ষেত্রে বঞ্চনা করে আসেছে। আবাস প্লাস প্রকল্পেও তারা চক্রান্ত করে সেটা করছে। রাজ্যে এমন ব্লক আছে, এমন পঞ্চায়েত আছে এবং সংসদ রয়েছে যেখানে একটি নামও আবাস প্লাসের তালিকায় নেই। তাহলে কি সেখানে গরিব মানুষ নেই ? এই নিয়েও প্রশ্ন তোলেন মন্ত্রী পুলক রায়। সুতরাং এই ভুল ভ্রান্তির সমস্ত দায় কেন্দ্র সরকারের বলে দাবি করেন মন্ত্রী পুলক রায়।। পাশাপাশি রাজ্যে একাধিক ভুয়ো অ্যাকাউন্ট পাওয়া নিয়েও কেন্দ্রকে দুষলেন তিনি। মন্ত্রী পুলক রায়ের বক্তব্য এই একাউন্টের সঙ্গে সরাসরি কেন্দ্রীয় পোর্টালের যোগ রয়েছে।
এদিন বাগনানের বিধায়ক অরুণাভ সেনও দিদির সুরক্ষা কবচ নিয়ে সাংবাদিক সম্মেলন করেন। সেখানে কৃষক বন্ধু প্রকল্পে রূপায়ণের ক্ষেত্রে ব্লক ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের বিরুদ্ধে ঢিমেতালে কাজ করার অভিযোগ ওঠে। মিউটেশন কনভারশনের ক্ষেত্রে দ্রুত কাজ না করার অভিযোগ উঠছে। মুখ্যমন্ত্রী বারবার বলা সত্ত্বেও প্রশাসন খুব বেশি তৎপর হচ্ছে না বলে অভিযোগ। এ ব্যাপারে অরুণাভ সেন বলেন বিষয়টা নিয়ে আমরা নজর রাখছি।
অপরদিকে এদিন উলুবেড়িয়া উত্তর বিধানসভা কেন্দ্রের করাতবেড়িয়ায় সাংবাদিক সম্মেলন করেন মন্ত্রী ডাঃ নির্মল মাজি। সম্মেলনে উপস্থিত ছিলেন উলুবেড়িয়া ২ নং পঞ্চায়েত সমিতির সভাপতি শেখ ইলিয়াস। উলুবেড়িয়া পূর্ব কেন্দ্রের বাজারপাড়ায় সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন বিধায়ক বিদেশ বসু, উলুবেড়িয়া পুরসভার চেয়ারম্যান অভয় দাস, ভাইস চেয়ারম্যান ইনামুর রহমান, উলুবেড়িয়া পূর্ব কেন্দ্রের তৃণমুল কংগ্রেস সভাপতি শেখ আকবর বহ অনান্যরা।