বামেদের ডেপুটেশন ঘিরে উত্তেজনা উলুবেড়িয়ায়
নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, উলুবেড়িয়া- আবাস প্লাস যোজনার তালিকায় দূর্নীতি হয়েছে এই অভিযোগে মঙ্গলবার বিকেলে উলুবেড়িয়া ১ নং বিডিও অফিসে ডেপুটেশন দিল বামেরা। এদিন বামেদের এই ডেপুটেশন ঘিরে উত্তেজনা ছড়াল বিডিও অফিস চত্বরে। আবাস প্লাস যোজনার তালিকায় দূর্নীতি হয়েছে এই অভিযোগ মঙ্গলবার বিকেলে বামেরা ডেপুটেশন দিতে আসে বিডিও অফিসে।
যদিও এদিন বিক্ষোভকারীরা বিডিও অফিস চত্বর ঢুকতে গেলে পুলিস তাদের ঢুকতে বাধা দেয়। গেট আটকে দেওয়া হয়। পরে বিক্ষোভকারীরা মূল গেটের তাল ভেঙে ভিতরে ঢোকে। পরে বিক্ষোভকারীরা ব্লক অফিসে ঢুকতে গেলে পুলিস এখানেও তাদের বাধা দেয়। বি ক্ষোভকারীরা বিডিও অফিসের সামনে অবস্থান বিক্ষোভ শুরু করে। পরে ৪ জনের এক প্রতিনিধি দল বিডিও এর কাছে ডেপুটেশন দিতে যায়।বাম নেতাদের অভিযোগ সরা রাজ্যের পাশাপাশি উলুবেড়িয়া ১ নং ব্লকেও আবাস প্লাস যোজনায় ব্যাপক দূর্নীতি হয়েছে। বহু যোগ্য মানুষের পরিবর্তে অযোগ্য মানুষের নাম তালিকায় ঢোকানো হয়েছে। আর সেই কারনে যোগ্য ব্যাক্তিদের নাম তালিকায় ঢোকানোর জন্য আমরা বিডিও এর কাছে ডেপুটেশন দিয়েছি।