উদয়নারায়নপুরে বিজেপিতে ভাঙন
নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, উদয়নারায়নপুর- গত বিধানসভা নির্বাচনে উদয়নারায়নপুর কেন্দ্র থেকে বিজেপির টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন সুমিত রঞ্জন কাঁড়ার। যদিও নির্বাচনে তিনি তৃণমূল প্রার্থী সমীর পাঁজার কাজে পরাজিত হয়েছিলেন। আর বিজেপির এই প্রাথী এবার বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিল। কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির প্রতিবাদে রবিবার উদয়নারায়নপুরের গড়ভবানীপুরে তৃণমূলের ডাকা এক প্রতিবাদ সভায় সুমিত রঞ্জন কাঁড়ার তৃণমূলে যোগ দিল। এদিন দলে যোগ দেওয়া এই কর্মীর হাতে দলীয় পতাকা তুলে দেন হাওড়া গ্রামীণ জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান তথা উদয়নারায়নপুরের বিধায়ক সমীর পাঁজা। তবে এদিন শুধু সুমিত বাবু নয় পাশাপাশি এদিন দেড়হাজার বিজেপি কর্মীও তৃণমূলে যোগ দেয়।
এদিন বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়া প্রসঙ্গে সুমিত রঞ্জন কাঁড়ার জানান ভুল করেছিলাম। দাদার কাছে ক্ষমা চেয়ে তৃণমূলে ঢুকলাম। অন্যদিকে বিধায়ক সমীর পাঁজা জানান ছোট ভাই একটা ভুল করেছিল। দাদা হিসেবে ওকে ক্ষমা করে দিলাম। অপরদিকে সুমিত তৃণমূলে যোগ দিলেও দলের কোন ক্ষতি হবেনা বলে দাবি করেন বিজেপির হাওড়া গ্রামীণ জেলা সভাপতি অরুন উদয় পাল চৌধুরী।