আমতায় তৃণমূলের বুথ সভাপতির রহস্য মৃত্যু
নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪,আমতা- বাড়ি থেকে কিছুটা দূরে পুকুর থেকে উদ্ধার হল আমতার চন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের বুথ সভাপতির মৃতদেহ। মৃত তৃণমূল নেতার নাম শেখ লাল্টু মিদ্দে (৩৮)। বাড়ি আমতা থানার চাটরা মোল্লা পাড়ায়। মৃত তৃণমূল নেতার পরিবারের দাবি লাল্টুকে খুন করা হয়েছে। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে।
জানা গেছে শনিবার রাত ৮ টা নাগাদ পেশায় টোটো চালক লাল্টু বাড়ি থেকে বের হয়। রাতে ওই তৃণমূল নেতা বাড়ি ফেরেনি। পরে রবিবার সকালে বাড়ি থেকে কিছুটা দূরে পুকুর থেকে লাল্টুর মৃতদেহ উদ্ধার হয়। এদিকে এই ঘটনার পর তৃণমূল কর্মীরা আমতা রানীহাটি রাস্তায় চন্দ্রপুরের কাছে রাস্তায় টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে। প্রায় ঘন্টাখানেক পথ অবরোধ চলার পর পুলিশের হস্তক্ষেপে পথ অবরোধ মুক্ত হয়। স্থানীয় তৃণমূল কর্মীদের অভিযোগ কয়েকদিন আগে সিপিএম নেতা মহম্মদ সেলিম এলাকায় আসার পরেই এই ঘটনা।
অন্যদিকে মৃত তৃণমূল নেতার স্ত্রী জানান শনিবার রাতে দিদির বাড়িতে বাইক রাখতে গিয়েছিল স্বামী। পরে রবিবার সকালে তার মৃত্যু সংবাদ পাই। তিনি অভিযোগ করেন স্বামী তৃণমূল করায় বিরোধী রাজনৈতিক দলের কর্মীরা স্বামীকে খুন করেছে।