দিদির সুরক্ষা কবচ- আমতায় সাংবাদিক সম্মেলন
নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, আমতা- আগামী ১১ জানুয়ারি থেকে রাজ্য জুড়ে শুরু হচ্ছে তৃণমূল কংগ্রেসের দিদির সুরক্ষা কবচ। এই কর্মসূচিতে দিদির দূত হিসেবে তৃণমূল কংগ্রেসের বাছাই করা কর্মীরা মানুষের বাড়ি বাড়ি গিয়ে সরকারি বিভিন্ন প্রকল্প সম্পর্কে মানুষকে অবহিত করার পাশাপাশি তারা কি কি সুবিধা পাচ্ছেন সেই ব্যাপারে খোঁজখবর নেবেন। এছাড়াও তৃণমূল সাংসদ, বিধায়ক ও নেতারা গ্রামে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলার পাশাপাশি দলীয় কর্মীর বাড়িতে রাত্রিযাপন করবেন।
শনিবার বিকেলে আমতা বিধানসভার মানকুরে এক সাংবাদিক সম্মেলনে বিধানসভায় দলের এই কর্মসূচির কথা ঘোষণা করেন বিধায়ক সুকান্ত পাল। এদিন বিধায়ক বলেন আগামী দুইমাস ব্যাপী এই কর্মসূচিতে বিধানসভার ১৫০০ দিদির দূত ২৯০টি বুথের ৯০ হাজার পরিবারে পৌছাবেন।