আবাস যোজনা নিয়ে বিস্ফোরক অভিযোগ বিধায়ক কালিপদ মন্ডলের
নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, উলুবেড়িয়া – আবাস যোজনার তালিকায় দূর্নীতি নিয়ে ইতিমধ্যেই সরগরম রাজ্য রাজনীতি। পঞ্চায়েত নির্বাচনের আগে বিরোধীরা এই বিষয়টিকে হাতিয়ার করে ময়দানে নেমেছে। যদিও এবার এই তালিকা তৈরিতে সরকারি আধিকারিকদের কাঁধেই দোষ চাপালেন শ্যামপুরের বিধায়ক কালিপদ মন্ডল। শনিবার তৃণমূল কংগ্রেসের এই প্রবীন বিধায়কের বিস্ফোরক অভিযোগ অনেক সরকারি আধিকারিক আবাস যোজনার তালিকা নিয়ে সরকারকে বিড়ম্বনায় ফেলার চেষ্টা করছে। বিডিও যে আধিকারিককে তালিকা যাচাই করতে পাঠয়েছিলেন তারাই উদ্দেশ্য প্রনদিতভাবে এই কাজ করেছে বলেও অভিযোগ করেন বিধায়ক কালীপদ মন্ডল। শনিবার শ্যামপুরে শ্যামপুর কেন্দ্র তৃণমূল কংগ্রেসের উদ্যেগে আয়োজিত দিদির সুরক্ষা কবচ কর্মসূচি উপলক্ষে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এই চাঞ্চল্যকর অভিযোগ করলেন শ্যামপুরের বিধায়ক কালিপদ মন্ডল।
এদিন তিনি বলেন সরকারি পর্যায়ে এই তালিকা তৈরি করা হয়েছে। বিডিও তালিকা তৈরি করে পঞ্চায়েতে পাঠিয়েছে। এক্ষেত্রে পঞ্চায়েতের কোন দায়িত্ব নেই। সুতরাং তালিকা নিয়ে কৈফিয়ত দেওয়ার দায় বিডিও এর বলেও দাবি করেন বিধায়ক কালিপদ মন্ডল। সেই কারণে যারা এই নিয়ে পঞ্চায়েতে ডেপুটেশন দিচ্ছেন তাদের বিডিও অফিসে ডেপুটেশন দেওয়ার নিদান দেন বিধায়ক। শুধু তালিকা যাচাইয়ের কাজ নয় অনেক আধিকারিক শ্যামপুরে একাধিক তিনতলা বাড়ির মালিকের নাম ও তালিকায় ঢুকিয়েছেন বলে অভিযোগ করেন বিধায়ক কালিপদ মন্ডল। এদিনের এই সাংবাদিক সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শ্যামপুর ২ নং পঞ্চায়েত সমিতির সভাপতি জুলফিকার আলি মোল্লা, হাওড়া জেলা পরিষদের অধক্ষ্য নদেবাসী জানা, তৃণমূল নেতা দীপক দাস সহ অন্যান্যরা।