উলুবেড়িয়ার অগ্নিকান্ডের তদন্তে ফরেন্সিক
নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, উলুবেড়িয়া- গত বৃহস্পতিবার গভীর রাতে পরপর আগুনে উলুবেড়িয়ার তিনটি জায়গায় পুড়ে গিয়েছিল ৩৭টি বিভিন্ন দোকান। পাশাপাশি আগুনে পুড়ে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছিল শতাব্দী প্রাচীন উলুবেড়িয়া ইন্সটিটিউট এন্ড লাইব্রেরী। শীতের রাতে কয়েক মিনিটের ব্যবধানে এই অগ্নিকান্ডের ঘটনার পরেই ক্ষোভে ফেটে পড়েছিল ব্যবসায়ীরা। অগ্নিকান্ডের ঘটনায় ব্যাবসায়ীদের পক্ষ থেকে অর্ন্তঘাতের অভিযোগ উঠেছিল। অগ্নিকান্ডের ঘটনায় প্রশাসনের পক্ষ থেকে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছিল।
আর এরপরেই মঙ্গলবার দুপুরে ফরেন্সিকের একটি দল ঘটনার তদন্ত করতে উলুবেড়িয়ায় আসে। এদিন ফরেন্সিক দলের সদস্যরা উলুবেড়িয়া বাজার, উলুবেড়িয়া ইন্সিটিটিউট এন্ড লাইব্রেরী, উলুবেড়িয়া লকগেট এলাকা এবং ফুলেশ্বর ১১ ফটক এলাকায় পুড়ে যাওয়া এলাকা পরিদর্শন করেন। পাশাপাশি সদস্যরা নমুনা সংগ্রহ করেন এবং ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন।
প্রসঙ্গত গত বৃহস্পতিবার গভীর রাতে বিধ্বংসী আগুনে ভস্মীভূত হয়ে যায় উলুবেড়িয়া লকগেট, বাজার সংলগ্ন এলাকা এবং ফুলেশ্বর ১১ ফটকের একাধিক দোকান। পাশাপাশি শতাব্দী প্রাচীন ইন্সিটিটিউট এন্ড লাইব্রেরী ও আগুনের গ্রাসে চলে যায়। আগুনে কয়েক লক্ষ টাকার ক্ষতি হয়।