বাগনানে বাঘরোল উদ্ধার
নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪. বাগমনান- বাড়ির বাথরুমে ঢুকে পড়ল একটি বাঘরোল। পরে সেই বাঘরোলটিকে কে উদ্ধার করে গড়চুমুক প্রানী চিকিৎসা কেন্দ্রে নিয়ে গেল বন দপ্তর। জানা গেছে রবিবার রাতে বাগনান থানার আকুভাগ মল্লিক পাড়ার বাসিন্দা সিরাজুল মল্লিকের বাড়ির বাথরুমে বাঘরোলটি ঢুকে পড়ে। চিতাবাঘ বা হিংস্র প্রানী ভেবে আতঙ্কিত হয়ে পড়ে পরিবারের লোকজন। তারা বাথরুমের দরজা বন্ধ করে দেয়। সোমবার সকালে বিষয়টি জানতে পারেন স্থানীয় যুবক আশিক ইকবাল।
তিনি হাওড়া জেলা যৌথ পরিবেশ মঞ্চের সদস্য চিত্রক প্রামানিক এবং সুমন্ত দাসকে বিষয়টি জানান। এরপর দুজনে সিরাজুল মল্লিকের বাড়িতে যান। খবর দেওয়া হয় বন দপ্তরকে। পরে সোমবার বিকেলে বন দপ্তরের কর্মীরা সিরাজুল মল্লিকের বাড়িতে গিযে বাঘরোলটিকে উদ্ধার করে নিয়ে যায়। বাঘরোলটিকে পরে এই এলাকাতেই ছেড়ে দেওয়ার জন্য বন দপ্তরের কাছে আবেদন জানানো হবে বলে জানিয়েছেন পরিবেশকর্মীরা।