নবম শ্রেনী ছাত্রীর উপর হামলার অভিযোগ
নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, বাউড়িয়া- বিদ্যালয়ে আসার সময় বিদ্যালয়ের সামনে নবম শ্রেনীর এক ছাত্রীর উপর ব্লেড দিয়ে হামলা চালানোর অভিযোগ উঠল এক কিশোরের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে সোমবার সকালে বাউড়িয়া উচ্চ বালিকা বিদ্যালয়ের সামনে। বাউড়িয়া থানার পুলিস ঘটনার তদন্ত শুরু করেছে। জানা গেছে বেশ কিছুদিন বিদ্যালয় ছুটি থাকার পর সোমবার বিদ্যালয় খোলার পর এদিন সকালে বাউড়িয়া উচ্চ বালিকা বিদ্যালয়ের ছাত্রীরা বিদ্যালয়ে আসছিল।
স্থানীয় সূত্রে খবর নবম শ্রেনীর ওই ছাত্রী বিদ্যালয়ে আসার সময় বিদ্যালয়ের সামনে অপেক্ষারত কিশোর ছাত্রীর সঙ্গে কথা বলতে চাইলেও ছাত্রী তাতে রাজী না হওয়ায় আচমকা ওই কিশোর ব্লেড নিয়ে কিশোরীর উপর হামলা চালায়। আতঙ্কে ছাত্রী দৌড়ে বিদ্যালয়ে ঢুকে গেলে অভিযুক্ত কিশোর এলাকা থেকে পালিয়ে যায়। পরে বিদ্যালয়ের শিক্ষিকারা আহত ওই ছাত্রীকে বাউড়িয়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসার পর তাকে ছেড়ে দেওয়া হয়। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা সোনালি মন্ডল জানান বিদ্যালয়ে আসার পথে বিষয়টি আমি জানতে পারি। তিনি জানান বিদ্যালয় চত্বরে সিসিক্যামেরা থাকলেও বাইরে কোন ক্যামেরা না থাকায় এই ঘটনা ঘটেছে। অন্যদিকে বিদ্যালয় পরিচালন সমিতির সভাপতি নির্মল যাদব জানান শুনে খুব খারাপ লাগছে। শুধু এই স্কুলে নয় বাউড়িয়া এলাকায় এই ধরনের ঘটনা এই প্রথম বলে দাবি করেন নির্মল যাদব।