ফুটবল সম্রাট পেলে
সুপ্রকাশ বন্দ্যোপাধ্যায়
তুমি যে মোদের রাজার রাজা,
মনের মনিকোঠায়,
ফুটবল মাঠে নিভে গেল দ্বীপ
আমরা যে অসহায়।
ছিলে যে তুমি জ্যোতিষ্কের আলো,
বিশ্ব স্তব্ধ আজ।
কেন চলে গেলে? চিরতরে তুমি,
বলোনা গো মহারাজ?
ফুটবল মানে পেলেকেই জানে,
বিশ্বের সব জনে
তোমার আলোকে, পুলকিত হই
ছিলে, মহারাজার সম্মানে।
বলো কেন চলে গেলে?
শুধু কি নিয়মের বেড়াজালে?
ভাঙবো নিয়ম, রবে চিরকাল,
আমাদের ” কালো মানিক পেলে ”।
তোমার গরিমায় ভালো থেকো তুমি,
” সম্রাট জাদুকর”
চিরকাল রবে সবার অন্তরে,
হয়ে চির ” ভাস্বর ”।