বাঘরোল দেখে বাঘের আতঙ্ক

Spread the love

নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, বাগনান- রাতের অন্ধকারে গৃহস্থের বাড়ি থেকে উধাও হয়ে যাচ্ছিল একটা দুটো করে হাঁস মুরগী। চোর ধরতে রাতে গ্রামে পাহারা দেওয়া শুরু করে গ্রামবাসীরা। দেখা যায় গায়ে ছোপ ছোপ দাগ এক জোড়া প্রানী রাতের অন্ধকারে হাঁস মুরগীর খাঁচায় ঢুকছে। প্রানীদের ছবি মোবাইল বন্দী করে গ্রামবাসীরা। পরে সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। বাঘের এই আতঙ্ক ছড়িয়ে পড়ে বাগনানের দুর্লভপুর, হেতমপুর গ্রামে। বাঘের আতঙ্কে লোকজন লাঠি হাতে এলাকায় পাহারা দেওয়া শুরু করে। সন্ধ্যার পর লোক বাইরে বের হওয়া বন্ধ করে দেয়।

গ্রামবাসীদের আতঙ্কের বিষয়টি জানতে পারে গ্রামে যান পরিবেশকর্মী চিত্রক প্রামানিক। তিনি গ্রামবাসীদের আশ্বস্ত করেন যে প্রানীটিকে দেখা গেছে সেটা আসলে পশ্চিমবঙ্গের রাজ্য প্রানী মেছো বিড়াল বা বাঘরোল। যদিও তাতে গ্রামবাসীদের আতঙ্ক দূর হয়না। আর এরপরেই গ্রামবাসীদের আতঙ্ক দূর করতে হাওড়া বন বিভাগ, হাওড়া জেলা যৌথ পরিবেশ মঞ্চ এবং বাগনান যুবক বৃন্দ একযোগে গ্রামে সচেতনামূলক প্রচার শুরু করে। মাইকিং করে গ্রামবাসীদের বাঘরোল রক্ষা সর্ম্পকে সচেতন করা হয়। পাশাপাশি গ্রামের মানুষ ও শিশুদের মধ্যে লিফলেট বিলি করা হয়।

চিত্রক জানায় বাঘরোল মাছ, ব্যাঙ, ইঁদুর ছোট জীবজন্তু খেয়ে জীবন যাপন করে। কিন্ত জলাজমি ব্যাপক হারে বুজিয়ে ফেলার জন্য এদের বাসস্থানের সমস্যা দেখা দিচ্ছে। লোকালয়ে চলে আসছে এরা। ফরে মানুষের সঙ্গে সংঘাত ঘটছে। চিত্রক জানান বাঘরোল সর্ম্পকে আমরা মানুষকে বোঝাচ্ছি। যাতে তারা এদের দেখে আতঙ্কিত হন পাশাপাশি এদের যেন না মারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *