উদয়নারায়নপুরে শুরু রায়বাঘিনী রানী ভবশঙ্করী স্মৃতি মেলা
নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, উদয়নারায়নপুর- রাজ্যের পর্যটন মানচিত্রে হাওড়া জেলার উদয়নারায়নপুরের গড় ভবানীপুর এক ঐতিহাসিক জায়াগা। এই জায়গায় দীর্ঘদিন রাজত্ব করেছিলেন রানী ভবশঙ্করী। রানীর বিরত্বে মুগ্ধ হয়ে সম্রাট আকবর রানীকে রায়বাঘিনী উপাধিতে ভূষিত করেছিলেন। ইতিহাসের এই কাহিনী সাধারণ মানুষের কাছে তুলে ধরতে সোমবার থেকে গড়ভবানীপুরে ১০ম রায়বাঘিনী রানী ভবশঙ্করী স্মৃতি মেলা।
এদিন মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের জনস্বাস্থ্য ও কারিগরি এবং পূর্ত মন্ত্রী পুলক রায়, সমবায় মন্ত্রী অরূপ রায়, পরিবহন মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তী। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলাশাসক মুক্তা আয্য, হাওড়া গ্রামীণ জেলা পুলিশ সুপার স্বাথী ভাঙ্গালীয়া, অতিরিক্ত পুলিশ সুপার ইন্দ্রজিৎ সরকার, বিধায়ক সমীর পাঁজা, বিধায়ক সুকান্ত পাল, বিধায়ক বিদেশ বসু, উলুবেড়িয়ার মহকুমাশাসক শমীক কুমার ঘোষ, জেলা পরিষদের সদস্য রমেশ পাল, উদয়নারায়নপুর পঞ্চায়েত সমিতির সভাপতি সুলেখা পাঁজা,আমতা ১ নং পঞ্চায়েত সমিতির সভাপতি ধনঞ্জয় বাকুলী সহ অন্যান্যরা।
প্রসঙ্গত ইতিমধ্যে গড়ভবানীপুরে রায়বাঘিনী রানী ভবশঙ্করী স্মৃতি পর্যটন কেন্দ্র সাজিয়ে তোলার কাজ চলছে। পর্যটন কেন্দ্রের দুইদিকে সুদৃশ্য তোরণ, ওয়াচ টাওয়ার,অডিটোরিয়াম নির্মাণের পাশাপাশি ভগ্নপ্রায় মন্দির সংস্কারের কাজ চলছে। মেলা কমিটি সূত্রে খবর মেলা চলবে আগামী ১লা জানুয়ারি পর্যন্ত।