বড়দিনে জমজমাট গড়চুমুক
নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, উলুবেড়িয়া- বছরের শেষে বড়দিনের সকালে হালকা শীতের আমেজ গায়ে মেখে রাজ্যের অন্যান্য পর্যটন কেন্দ্রের পাশাপাশি হাওড়া জেলার গড়চুমুক পর্যটন কেন্দ্রেও পর্যটকরা ভীড়এ জমজমাট হয়ে উঠল। এদিন সকাল থেকেই বহু পর্যটক এই পর্যটন কেন্দ্রে ভীড় জমাতে শুরু করে। শিশু থেকে বৃদ্ধ বাদ যায়নি কেউ। এমনকি বেলা যত গড়িয়েছে পর্যটকদের ভীড়ে ততই জমজমাট হয়ে উঠেছিল এই পর্যটন কেন্দ্র।
তবে মিনি জু দেখার আশায় যে সমস্ত পর্যটক এদিন গড়চুমুক পর্যটন কেন্দ্রে ভীড় করেছিল তাদের আশায় জল ঢেলেছিল মিনি জু। কারণ এদিনেও মিনি জুতে পর্যটকদের প্রবেশ নিষিদ্ধ ছিল। আর মিনি জু ছাড়া পর্যটন কেন্দ্রের ভিতরে সেভাবে কোন কিছু দেখার না থাকায় কার্যত ক্ষুব্ধ পর্যটকেরা। পর্যটকদের মতে ১৫ টাকার টিকিট কেটে পর্যটন কেন্দ্রের ভিতরে প্রবেশ করে শুধুমাত্র পায়ে হাঁটা ছাড়া আর কিছুই নেই। তাদের মতে আগে গড়চুমুক পর্যটন কেন্দ্রের ভিতরে ঘোরা বা বসার জায়গার পাশাপাশি স্মল জুতে বিভিন্ন পশুপাখি দেখতে পাওয়া গেলেও এবারে সব উধাও হয়ে গেছে।
অন্যদিকে এদিন পর্যটন কেন্দ্রের উল্টোদিকে পিকিনক করার জায়গা জমজমাট ছিল পর্যটকদের ভীড়ে। বিশেষ করে নদীর পাড়ে পিকনিকের আনন্দ উপভোগ করতে বহু পর্যটক ভীড় করেছিল এখানে। আর পর্যটকদের নিরাপত্তা দিতে পুলিশ প্রশাসন যথেষ্ট তৎপর ছিল। এদিন পুলিশ প্রশাসনের পক্ষ থেকে পিকিনিক করার জায়গায় ডিজে বাজানো যেরকম নিষিদ্ধ ছিল সেইরকম নদীতে নৌকা বিহার ও প্রকাশ্যে মদ্যপান ও নিষিদ্ধ করা হয়েছিল। পিকিনিক করার জায়গায় পুলিশি সহয়তা কেন্দ্র ছাড়াও সকাল থেকেই দফায় দফায় পুলিশি টহল ও নদীতে বিপর্যয় মোকাবিলা বাহিনীর টহল অব্যাহত ছিল। এদিন সকালে গড়চুমুক পর্যটন কেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থা ঘুরে দেখেন হাওড়া গ্রামীণ জেলা পুলিসের অতিরিক্ত পুলিস সুপার ইন্দ্রজিৎ সরকার।