উলুবেড়িয়া পুরসভা প্রাঙ্গনে শুরু ৩৪ তম হাওড়া জেলা বই মেলা
নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, উলুবেড়িয়া- ঢাকের বাদ্যি,ব্যান্ড, পদযাত্রার মধ্যে দিয়ে উলুবেড়িয়া পুরসভা প্রাঙ্গনে শুরু হল ৩৪ তম হাওড়আ জো বই মেলা। এদিন ঘন্টা বাজিয়ে বইমেলার উদ্বোধন করেন মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী, জনস্বাস্থ্য ও কারিগরি এবং পূর্ত মন্ত্রী পুলক রায়। এদিনের এই অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন হাওড়া জেলা পরিষদের সভাধিপতি কাবেরী দাস, সহকারী সভাধিপতি অজয় ভট্টাচার্য্য, জেলাশাসক মুক্তা আর্য্য, বিধায়ক বিদেশ বসু, বিধায়ক ডাঃ নির্মল মাজি, বিধায়ক সুকান্ত পাল, বিধায়ক প্রিয়া পাল, হাওড়া গ্রামীণ জেলা পুলিস সুপার স্বাথী ভাঙ্গালীয়া,উলুবেড়িয়ার মহকুমাশাসক শমীক কুমার ঘোষ, উলুবেড়িয়া পুরসভার চেয়ারম্যান অভয় দাস, ভাইস চেয়ারম্যান ইনামুর রহমান সহ অনান্যরা।
এদিন মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী বলেন ২১ সালের শেষের দিকে রাজ্যের গ্রন্থাগারগুলির জন্য নতুন ৭৩৭টি পদ ক্যাবিনেটে অনুমোদন হয়েছিল। আমাদের আশা খুব শীঘ্রই পদগুলি অনুমোদন হয়ে যাবে। মন্ত্রী বলেন আপনারা গ্রন্থাগার ব্যবহার করুন, আমরা জেলা শহর গ্রন্থাগার গুলিতে ছাত্রছাত্রীদের জন্য ডব্লিবিসিএস, আইএএস সহ বিভিন্ন উচ্চশিক্ষার কোর্স চালু করে সেখানে কোচিং এর ব্যাবস্থা করব। মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী বলেন ২০২১-২২ সালে রাজ্যের ২৩টি জেলা এবং শিলিগুড়ি মহকুমা পরিষদে অনুষ্ঠিত বইমেলায় ৯ কোটি ৯৮ লক্ষ টাকার বই বিক্রি হয়েছিল। আমাদের আশা উলুবেড়িয়ার এই বই মেলাতেও এক আধ কোটি টাকার বই বিক্রি হবে।
মন্ত্রী জানান এই বছর আমরা ৪ কোটি টাকার বই কিনেছি। যার অর্ধেক টাকা দিয়েছে রাজ্য সরকার এবং বাকি টাকা দিয়েছে রাজা রামমোহন রায় ফাউন্ডেশন। এখনোও আমাদের হাতে ৬ কোটি টাকা আছে। তিনি বলেন বই ধরো বই পড়ো প্রকল্পে এই বছর আমরা ৮৩ হাজার নতুন মেম্বরশিপ করেছি। এখনোও পর্যন্ত ৩ লক্ষ মেম্বারশিপ হয়েছে। স্বাধীনতার পর এই প্রথম উলুবেড়িয়া মহকুমায় সরকারিভাবে বই মেলা অনুষ্ঠিত হওয়ায় উলুবেড়িয়াবাসীর হয়ে মূখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কে ধন্যবাদ জানান পূর্ত মন্ত্রী পুলক রায়। মেলা চলবে আগামী ২৯ ডিসেম্বর পর্যন্ত।