ট্র্যাক থেকে সরল লাইন, ট্রেন চলাচল ব্যাহত
নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, উলুবেড়িয়া- রেল লাইন মেরামত করার সময় ট্র্যাক থেকে লাইন সরে গিয়ে বেশ কিছুক্ষণ বন্ধ থাকল ট্রেন চলাচলে। আর যার জেরে দূর্ভোগে পড়ল নিত্যযাত্রীরা। ঘটনাটি ঘটেছে শনিবার সকালে দক্ষিন পূর্ব রেলের হাওড়া খড়গপুর ডিভিশনে ফুলেশ্বর ও চেঙ্গাইল ষ্টেশনের মাঝে ডাউন লাইনে।
জানা গেছে অন্যান্য দিনের মত শনিবার সকালেও ফুলেশ্বর ও চেঙ্গাইল ষ্টেশনের মাঝে ডাউন লাইন মেরামতের কাজ করছিল রেলের কর্মীরা। স্থানীয় সূত্রে খবর সেই সময় একটি ডাউন লোকাল ট্রেন লাইনের উপর দিয়ে চলে যাওয়ার পরেই ট্র্যাক থেকে লাইন সরে যায়। ঘটনায় আতঙ্কে ছড়িয়ে পড়ে এলাকায়। বিপদের কথা মাথায় রেখে সেই সময় ডাউন লাইন দিয়ে আসা ডাউন মেচেদা লোকালকে হাত দেখিয়ে দাঁড় করিয়ে দেওয়া হয়। পরে লাইন সারিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়। এদিকে অফিস টাইমে ট্রেন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় দূর্ভোগে পড়ে নিত্যযাত্রীরা।
ট্রেন চলাচল বন্ধ প্রসঙ্গে দক্ষিন পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক আদিত্য চৌধুরী জানান রেল লাইন মেরামতের সময় একটা সমস্যা হয়েছিল। তার জন্য সকাল ১০টা ২০ মিনিট থেকে ১১টা ৪০ মিনিট পর্যন্ত ডাউন লাইনে ট্রেন চলাচল বন্ধ রাখা হযেছিল। পরে লাইন মেরামতের পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।