আমতায় গৃহবধূকে খুনের অভিযোগে গ্রেপ্তার স্বামী
নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, আমতা- পুত্র সন্তানের দাবিতে এক গৃহবধূকে পিটিয়ে খুনের অভিযোগ উঠল গৃহবধূর শশুরবাড়ির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে শুক্রবার দুপুরে আমতা থানার খড়িয়প শেখ পাড়ায়। মৃত গৃহবধূর নাম মিনা বেগম (২৫)। ঘটনায় মৃত গৃহবধূর বাবা নুর ইসলাম থান্দার গৃহবধূর স্বামী সেখ সালাউদ্দিন সহ ৮ জনের বিরুদ্ধে আমতা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। আমতা থানার পুলিশ সেখ সালাউদ্দিনকে গ্রেপ্তার করেছে। ধৃতকে শনিবার উলুবেড়িয়া আদালতে তোলা হলে বিচারক তাকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। আমতা থানার পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য উলুবেড়িয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিকেল কলেজে পাঠিয়েছে।
জানা গেছে ২০১৬ সালের ১০ ই জুন জগৎবল্লভপুর থানার মুন্সিরহাট নরেন্দ্রপুরের বাসিন্দা মিনা থান্দারের সঙ্গে আমতা থানার খড়িয়প শেখপাড়ার বাসিন্দা পেশায় রঙ মিস্ত্রি শেখ সালাউদ্দিনের বিয়ে হয়। গৃহবধূর পরিবার সূত্রে খবর বিয়ের সময় ছেলের বাড়ির দাবিমত আড়াই ভরি সোনার গয়না, আসবাবপত্র সহ নগদ ৫০ হাজার টাকা দেওয়া হয়। গৃহবধূর বাবা নূর ইসলাম থান্দার অভিযোগ করেন বিয়ের কয়েক মাস পর থেকেই আরোও টাকার দাবিতে শশুরবাড়ির লোকেরা তার উপর শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করে। ওদের দাবিমত ১ লক্ষ টাকা দিলেও পুত্র সন্তানের দাবিতে মেয়ের শশুরবাড়ির লোকেরা আবার মেয়ের উপর অত্যাচার শুরু করে বলে অভিযোগ করেন নূর ইসলাম। তিনি জানান মেয়ের ৩ বছরের একটি মেয়ে ও দেড় বছরের একটি মেয়ে থাকলেও ওরা একটি পুত্র সন্তানের দাবি করতে থাকে। তিনি অভিযোগ করেন পুত্র সন্তান না হলে মেয়েকে বাড়ি থেকে বের করে দেওয়ার হুমকিও দেয়। নূর ইসলাম জানান শুক্রবার দুপুরে মেযের শশুরবাড়ি থেকে ফোনে আমাদের জানানো হয় মিনা অসুস্থ অবস্থায় আমতা গ্রামীণ হাসপাতালে ভর্তি। এরপর আমরা হাসপাতালে গিয়ে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখি। তিনি অভিযোগ করেন মেয়ের শশুরবাড়ির লোকেরা মেয়ে বিষ খেয়েছে বলে নাটক করলেও আমাদের বিশ্বাস পুত্র সন্তান না হওয়ায় ওরা ওকে পিটিয়ে মারা হয়েছে।