বাগনানে বিরোধী রাজনৈতিক দলের ৫০০ পরিবার তৃণমূলে
নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, বাগনান- গত সপ্তাহে বাগনানের শরত অঞ্চলে বিরোধী রাজনৈতিক দলের ৫০০ নেতা কর্মী তৃণমূলে যোগ দেওয়ার পরেই রবিবার আবার বিরোধী রাজনৈতিক দলের ৫০০ জন নেতা কর্মী তৃণমূলে যোগ দিল। কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির প্রতিবাদে রবিবার বাগনানের হাটুরিয়া ২ নং অঞ্চলে বাগনান কেন্দ্র তৃণমূল যুব কংগ্রেসের ডাকে এক প্রতিবাদ সভায় এইসব কর্মীরা তৃণমূলে যোগ দেয়। এদিন দলে যোগ দেওয়া কর্মীদের হাতে দলীয় পতাকা তুলে দেন বিধায়ক অরুনাভ সেন। এদিন বিধায়ক অরুনাভ সেন দলীয় কর্মীদের বলেন সিপিএমের কালচার তৃণমূলে আমদানি করা যাবেনা। আমরা আমাদের কালচারে চলব। আমাদের কিছু লোকের মধ্যে সিপিএম কালচারে ঢুকেছিল, সেই কালচার আমরা পরিস্কার করে দিয়েছি।
বিধায়ক বলেন জোর করে নির্বাচনে জিতলে যেরকম মানুষের প্রতি দায়বদ্ধতা থাকে না সেইরকম নিবার্চনের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচিত হলে মানুষের প্রতি দায়বদ্ধতা অনেক বেশী থাকে বলে দাবি করেন বিধায়ক অরুনাভ সেন। তিনি বলেন পঞ্চাযেত নির্বাচনে প্রতিটি রাজনৈতিক দলের প্রার্থীরা যাতে তাদের মনোনয়নপপত্র দাখিল করতে পারে এলাকার বিধায়ক হিসাবে সেটা আমি দেখব। এদিনের এই প্রতিবাদ সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাগনান ১ নং পঞ্চায়েত সমিতির সভাপতি পঞ্চানন দাস, বাগনান ২ নং পঞ্চায়েত সমিতির সভাপতি মৌসুমী সেন, বাগনান কেন্দ্র তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি বিশ্বজিত পাল।